দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মেয়েটি। শুটিং সামলে পরীক্ষা দেওয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু সেই কঠিন কাজটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল মেয়ে। আর ভাল রেজাল্ট করে চ্যালেঞ্জ উতরেও গিয়েছে সে। সে অর্থাত্ দিতিপ্রিয়া রায়। দর্শকদের পছন্দের ‘রানি রাসমণি।’
গত বুধবার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে সে, নিজেই জানাল দিতিপ্রিয়া। তার কথায়, “ইংরাজিতে লেটার পেয়েছি। ভুগোলে ৭২। আর লাইফ সায়েন্সে ৭০। বাকি সব কিছুতে ৬০-এর ওপরে। গ্রেড-এ। আমি তো পরীক্ষা দিতে পারব কিনা সন্দেহ ছিল। শুটিং করে পরীক্ষা দিতে গিয়েছি, আবার পরীক্ষা দিয়ে শুটিং করেছি। ইংরাজি পরীক্ষার আগের দিনই সেটে একটা ঝামেলা হয়েছিল। আর ওটাতেই লেটার পেলাম।’’
বাড়িতে সবাই খুশি দিতিপ্রিয়ার রেজাল্টে। খুশির আবহ শুটিংয়ের সেটেও। এর মধ্যে বৃহস্পতিবার পাঠভবনে হিউম্যানিটিজ নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হল সে। ইতিহাস, সোশিওলজি, এডুকেশন এবং মিউজিক নিয়ে চলবে তার পরবর্তী পড়াশোনা। অভিনেত্রী জানাল, আগামী ১৮ জুন থেকে নতুন ক্লাস শুরু। কিন্তু এ বারও শুটিং এবং পড়াশোনা চলবে পাশাপাশি।