আনলক পর্বে প্রথম আউটডোর শুটেই চমকে দিলেন দিতিপ্রিয়া

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২০ ২১:০৭
Share:

দিতিপ্রিয়া।

চোখেমুখে মেকআপের লেশমাত্র নেই। মাঝখান দিয়ে চওড়া সিঁথি। কখনও গায়ে জড়ানো অফহোয়াইট চাদর আর বেরঙিন শাড়ি…সন্ধে হতেই বাঙালির অন্দরমহলে এ ভাবেই হাজির হন দিতিপ্রিয়া রায় ওরফে রানি রাসমণি। সেই অষ্টাদশী কন্যে এ বার ধরা দিলেন একেবারে অন্য রূপে!

Advertisement

গালে মেকআপ, আইশ্যাডোতে আঁকা চোখ, আর নুড লিপস্টিকে দিতিপ্রিয়াকে যেন চেনাই যায় না। আনলকডাউনে এই প্রথম আউটডোর শুট করে বেজায় খুশি অভিনেত্রী। কখনও সাদা স্লিভলেস পোশাকে, আবার কখনও বা কালো রঙের লং গাউনে তিনি মোহময়ী। ওঁর থেকেই জানা গেল, এক শুটের জন্যই দিতিপ্রিয়ার এই ভোলবদল। ছবি তুলেছেন সায়ন্তন দত্ত। দিতিপ্রিয়া ছাড়াও ছিলেন মডেল অভিনেত্রী পিয়া চট্টোপাধ্যায়।

অন্য লুকে দিতিপ্রিয়া

Advertisement

দিতিপ্রিয়াই বলছিলেন, এমনিতে খুব একটা ফ্যাশানিস্তা না হলেও এত সব মেকআপ করে শুটে মনে মনে বেজায় খুশি হয়েছেন ‘রানিমা’। কিছু দিন আগেই উচ্চমাধ্যমিকের ফল বেরিয়েছে তাঁর। তিনটি লেটার নিয়ে পাশ করেছেন তিনি। ইচ্ছে রয়েছে ইংরেজি বা সোশিয়োলজি নিয়ে পড়ার। সে রকমই প্রস্তুতি নিচ্ছেন আপাতত। একই সঙ্গে চলছে ‘করুণাময়ী রাণী রাসমণীর’ শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement