Disha Patani's sister

‘দেশের মেয়েদের রক্ষা করুন’, পরিত্যক্ত শিশুকন্যাকে কী ভাবে উদ্ধার করলেন দিশা পটানীর দিদি?

খুশবু জানান, বাড়ির পাশ থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ প্রথম পান তাঁর মা। তার পরেই দেরি না করে ছুটে গিয়েছিলেন খুশবু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:৩১
Share:
Disha Patani’s elder sister Khushboo Patani rescued an abandoned girl child

দিশা পটানীর দিদির জয়জয়কার। ছবি: সংগৃহীত।

দিশা পটানীর দিদি খুশবু পটানির দিদির জয়জয়কার নেটপাড়ায়। তিনি পেশায় অভিনেত্রী নন। কিন্তু সমাজমাধ্যমে মুহূর্তে তিনি পেলেন সত্যিকারের ‘হিরো’র তকমা। খুশবুর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা। কিন্তু কী এমন করেছেন তিনি?

Advertisement

বরেলীতে তাঁর বাড়ির কাছেই এক পরিত্যক্ত শিশুকন্যাকে উদ্ধার করেছেন খুশবু। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। খুশবু নিজেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভাঙাচোরা বাড়িতে একটি শিশুকন্যা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অসহায় অবস্থায় বাচ্চাটি কাঁদছে। খুশবু শিশুকন্যাকে দেখেই কোলে তুলে তার গায়ের ধুলো ঝেড়ে দেন। ভিডিয়োয় খুশবুকে বলতে শোনা যায়, “কিছু হবে না, সোনা বাচ্চা। তুমি এখন নিরাপদে আছ।” এর পরেই খুশবু বলেন, “আপনারা যদি বরেলীর বাসিন্দা হয়ে থাকেন এবং এই বাচ্চাটি যদি আপনার হয়ে থাকে, তা হলে যোগাযোগ করুন। কী ভাবে একটা বাচ্চাকে ফেলে গিয়েছেন! এই বাবা-মাদের দেখলে লজ্জা হয়।”

বাচ্চাটিকে উদ্ধার করার পরে তার দুধ খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেন খুশবু। বাচ্চাটিকে পুলিশ এসে নিয়ে যায়। খুশবু ভিডিয়োয় লেখেন, “দেশের শিশুকন্যাদের রক্ষা করুন। কত দিন এই সব চলবে? এই শিশুটি যাতে ভাল থাকে, সেই ব্যবস্থা আমি করেই ছাড়ব।”

Advertisement

খুশবু জানান, বাড়ির পাশ থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ প্রথম পান তাঁর মা। তার পরেই দেরি না করে ছুটে গিয়েছিলেন খুশবু। এই ভিডিয়ো দেখে অনুরাগীরা বলছেন, “ঈশ্বর ওঁর মঙ্গল করুন। একেই বলে আসল হিরো। একজন আদর্শ সৈনিকের মতোই কাজ করেছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement