Aishwarya Rai Bachchan

‘বিছানায় রাগ নিয়ে শুতে যাওয়া যাবে না’, বিশেষ করে এই শর্ত জারি করেন অভিষেক-ঐশ্বর্যা

২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। বিয়ের ঠিক তিন বছর পরে দম্পতি জানিয়েছিলেন, এমন একটা দিনও নেই, যে দিন তাঁরা ঝগড়া করেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:০৮
Share:
Abhishek Bachchan once said that they do not sleep until a fight is resolved

প্রতি দিন ঝগড়া করেন অভিষেক-ঐশ্বর্যা। ছবি: সংগৃহীত।

গত বছর ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। কখনও তৃতীয় ব্যক্তির প্রবেশ, কখনও আবার বনিবনার অভাব— নানা কারণ উঠে এসেছিল এ প্রসঙ্গে। সেই জল্পনায় নিজেরাই জল ঢেলেছেন তারকা দম্পতি। তবে এক সময়ে ঐশ্বর্যা ও অভিষেক নিজেরাই জানিয়েছিলেন, তাঁদের ঘরে নিত্য কলহ।

Advertisement

২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। বিয়ের ঠিক তিন বছর পরে দম্পতি জানিয়েছিলেন, এমন একটা দিনও নেই, যে দিন তাঁরা ঝগড়া করেন না। কিন্তু কী ভাবে এই অশান্তি সামলে উঠে একসঙ্গে থাকেন তাঁরা? ঐশ্বর্যা বলেছিলেন, “আমরা রোজ ঝগড়া করি।” সঙ্গে সঙ্গে অভিষেক জানিয়েছিলেন, ঝগড়া হলেও, তা খুব গুরুতর জায়গায় পৌঁছয় না। তিনি বলেছিলেন, “আসলে ঠিক ঝগড়া নয়। আমাদের মধ্যে নানা বিষয়ে মতের অমিল হয়। স্বাস্থ্যকর তর্কাতর্কি হয়। না হলে তো একঘেয়েমি এসে যেত।”

দাম্পত্যে স্বচ্ছতা থাকা জরুরি বলে মনে করেন অভিষেক। সৎ ভাবে খোলামেলা আলোচনা করলে তবেই দাম্পত্য সুখের হয়। আর যে কোনও স্বামী-স্ত্রীর মধ্যেই কথা কাটাকাটি লেগে থাকে বলে মনে করেন অভিষেক। তবে মনোমালিন্য হলেও তা মিটমাট করার ভিন্ন ধরন রয়েছে। এমনই মনে করেন অভিষেক।

Advertisement

মনে রাগ নিয়ে বা অশান্তি নিয়ে রাতে ঘুমোতে যাওয়া যাবে না। বিছানায় যাওয়ার আগেই সব মিটমাট করে নিতে হবে। এই নিয়মটি প্রথম দিন থেকে মেনে আসছেন। সেই সাক্ষাৎকারে এমনই জানিয়েছিলেন দম্পতি।

সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, ঝগ়ড়া হলে কে আগে ক্ষমা চান? উত্তরে অভিষেক বলেছিলেন, “আমিই ক্ষমা চাই সবার আগে। মহিলারা আগে ক্ষমা চায় না। তবে আমাদের একটা নিয়ম রয়েছে, মিটমাট না করে ঘুমোতে যাওয়া যাবে না। আসলে আমরা আগে ক্ষমা চেয়ে মিটিয়ে নিই, কারণ আমাদের ঘুম পেয়ে যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement