অভিনেতা অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।
সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’। বক্স অফিসে এই ছবির ব্যবসা নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ উঠেছে। ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ অভিযোগ তোলেন, নির্মাতারা ছবির ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে কারচুপি করেছেন। এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সন্দীপ কেউলানি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সন্দীপ জানান, তাঁরা কোনও রকম মিথ্যা তথ্য প্রকাশ করেননি। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ ছিল, ছবি ভাল ব্যবসা করেছে বোঝাতে ‘স্কাই ফোর্স’-এর নির্মাতারা নিজেরাই সিনেমা হলের অগ্রিম টিকিট কেটে রেখেছেন। এই প্রসঙ্গে সন্দীপ বলেন, ‘‘আমরা কোনও রকম ব্লক বুকিং (প্রযোজনা সংস্থার তরফে একই সঙ্গে বেশি সংখ্যায় কোনও ছবির টিকিট কিনে নেওয়া) করিনি। এটা দর্শকের ভালবাসার ফল। প্রায় ২০ দিন আগে ছবিটি মুক্তি পেয়েছে। এখনও সমাজমাধ্যমে আমি দর্শকের তরফ থেকে ভাল প্রতিক্রিয়া পাচ্ছি।’’
সন্দীপ একই সঙ্গে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন ভবিষ্যতের কথা মাথায় রাখলে ছবির বক্স অফিসের কোনও গুরুত্ব থাকে না। ভাল ছবিতে মানুষ মনে রাখেন। তাঁর কথায়, ‘‘‘মু্ন্নাভাই এমবিবিএস’ ছবিটি এখনও দর্শক পছন্দ করেন এবং দেখেন। কিন্তু ছবিটার বক্স অফিসে ব্যবসার পরিমাণ এখনও কি সকলের মনে রয়েছে?’’
সন্দীপ মনে করেন, ছবির ব্যবসা নিয়ে আলোচনা অর্থহীন। তাঁর প্রশ্ন, ‘‘ছবি বেশি টাকার বেশি ব্যবসা করার মানে কি আমরা ছবিটিকে ভাল বলতে চাইছি? এটা তো সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের তরফে শুরু হয়েছে!’’ সন্দীপের মতে, ছবি ৩০০ কোটি টাকার ব্যবসা করলেও সেই ছবি অনেকের পছন্দ না-ও হতে পারে। আবার কোনও ছবি বক্স অফিসে বেশি ব্যবসা না করেও দর্শকের মনে জায়গা করে নিতে পারে।