Ranveer Allahbadia controversy

‘অপমান করার স্বাধীনতা না থাকলে বাক্‌স্বাধীনতার অর্থ নেই’, রণবীর-সময়ের বিতর্কে বললেন রঘু

বিতর্কের মাঝেই রঘু সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিতর্কিত অনুষ্ঠানে যোগ দেওয়ায় কোনও অনুশোচনা নেই বলে জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪
Share:
Raghu Ram issued a statement amid India’s Got Latent row

রণবীর-সময়কে নিয়ে মন্তব্য রঘু রামের। ছবি: সংগৃহীত।

বিতর্কে রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে একটি মন্তব্যের জন্য বিতর্কে পড়েছেন দু’জনেই। সারা দেশে একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। অশালীনতা প্রচারের অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানের অন্য অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত থাকায় ‘রোডিজ়’ খ্যাত রঘু রামের বয়ানও ইতিমধ্যেই নথিভুক্ত করেছে পুলিশ।

Advertisement

এই বিতর্কের মাঝেই রঘু সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিতর্কিত অনুষ্ঠানে যোগ দেওয়ায় কোনও অনুশোচনা নেই বলে জানান তিনি। রঘুর বক্তব্য, চারপাশে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এই অনুষ্ঠান নিয়ে আলোচনা ছেড়ে সেই বিষয়গুলিতে মন দেওয়া উচিত।

রঘু তাঁর বিবৃতিতে বলেন, “‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। তবে, এমন কিছু রসিকতা যা মানুষের ভাবাবেগ আঘাত করতে পারে, সেগুলি না থাকলেই ভাল হত। যাঁরা অনুষ্ঠানটা গিয়ে দেখছেন তাঁদের থেকে ইউটিউবের দর্শকের মধ্যে পার্থক্য রয়েছে।”

Advertisement

রঘু আরও বলেছেন, “আমার হাতে থাকলে, আমি কিছু রসিকতা ওই অনুষ্ঠান থেকে বাদ দিতাম। কিন্তু সময় রায়না বা নির্মাতাদের এটা আমি বলতে পারি না, কোনটা রাখা উচিত, কোনটা রাখা উচিত নয়। এটা ওদের সিদ্ধান্ত। আমি নিশ্চিত, ওরা নিজেদের দায়িত্ব মোটেই হালকা ভাবে নেয় না। বাক্‌স্বাধীনতার কোনও অর্থই থাকে না, যদি অপমান করার স্বাধীনতা না থাকে। অনেক সময় অপমান করার উদ্দেশ্য না থাকলেও, অনেকে অপমানিত হন। যদিও আমি দুঃখিত, যদি আমার কোনও রসিকতা কাউকে আঘাত দিয়ে থাকে। কৌতুকশিল্পীরা সমাজের বহু ঘেরাটোপ ভেঙে দেন। সমাজের বহু ভুল চোখে আঙুল দিয়ে দেখান। বিনোদনের মোড়কে সত্যিটা বলেন। কিন্তু ভাবাবেগে কেউ আঘাত করতে পারে না। করলেও অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement