সাবিত্রী চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, অপরাজিতা ঘোষ দাস, সুদীপ মুখোপাধ্যায় ‘চিরসখা’ ধারাবাহিকে। ছবি: ফেসবুক।
লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক নিয়ে জল্পনা তুঙ্গে। ধারাবাহিকের গল্প থেকে অভিনেতাদের নাম প্রথম প্রকাশ্যে আনন্দবাজার অনলাইনে। সেই সময় ধারাবাহিকের নাম এবং ধারাবাহিক সম্প্রচারের তারিখ জানাননি প্রযোজক-কাহিনিকার তথা চিত্রনাট্য রচয়িতা। বলেছিলেন, “নির্দিষ্ট সময়ে ঠিক জানাব।” ২৪ ডিসেম্বর বড়দিনের আগের সন্ধ্যায় জানিয়েছেন, তাঁর নতুন ধারাবাহিকের নাম ‘চিরসখা’। ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে জোরকদমে। সম্প্রচার স্টার জলসায়, তবে এ বছর নয়, ২০২৫-এর জানুয়ারিতে।
সম্পর্ক বরাবর টানে তাঁকে। কখনও মা-ছেলে, কখনও বাবা-মেয়ে, তো কখনও প্রেমের নানা স্তর তাঁর ধারাবাহিকে জায়গা পায়। ‘চিরসখা’ও ব্যতিক্রম নয়। নতুন ধারাবাহিকে জায়গা করে নিতে চলেছে অসমবয়সি প্রেম। নায়ক-নায়িকা হিসেবে ছোট পর্দায় প্রথম জুটি বাঁধছেন সুদীপ মুখোপাধ্যায়-অপরাজিতা ঘোষ দাস। প্রসঙ্গত, সুদীপকে এর আগে ‘রোশনাই’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল। ‘চিরসখা’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয়ের ডাক পাওয়ায় আর তাতে দেখা যাবে না তাঁকে। উল্লেখ্য, ‘রোশনাই’ও লীনারই আর একটি জনপ্রিয় ধারাবাহিক।
মাঝে রাজনৈতিক কারণে ছোট পর্দা থেকে অনেক দিন দূরে ছিলেন বিধায়ক লাভলী মৈত্র। এই ধারাবাহিক দিয়ে ফিরছেন তিনি। দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। আর থাকছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, রেশমি সেন, চন্দন সেন, ঐশী, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন। জানা গিয়েছে, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা। ধারাবাহিকের শুরুতে তাঁকে কালো পাড়-সাদা শাড়িতে দেখা যাবে তাঁকে। তা হলে গল্পের শুরুতে বৈধব্যের বেশ তাঁর? এ প্রসঙ্গে মুখে কুলুপ লীনার।