Tollywood

টলিপাড়ায় হালখাতা অতনু ঘোষের, ফিরছেন প্রসেনজিৎ-সহ ‘ময়ূরাক্ষী’র দলকে নিয়ে

‘ময়ূরাক্ষী’ ছবিতে এক বাবা ও তাঁর প্রবাসী ছেলের সম্পর্ক তুলে ধরা হয়েছিল। আগামী ছবিতেও কি আবার সম্পর্কই প্রাধান্য পাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৮:০৭
Share:

‘ময়ূরাক্ষী’

পয়লা বৈশাখে বড় খবর! ফিরছে টিম ‘ময়ূরাক্ষী’। বাংলা নববর্ষের সকালে নেটমাধ্যমে এক মুঠো নস্টালজিয়া ছড়িয়ে দিয়েছেন পরিচালক অতনু ঘোষ। একটি টিজার পোস্ট করেছেন তিনি। তার নীচে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। সঙ্গে ঘোষণা, ‘টিম ময়ূরাক্ষী খুব শিগগিরিই নতুন উপহার আনছে।’ অর্থাৎ, ফের যুগলবন্দি অতনু-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

Advertisement

‘ময়ূরাক্ষী’ ছবিতে এক বাবা ও তাঁর প্রবাসী ছেলের সম্পর্ক তুলে ধরা হয়েছিল। আগামী ছবিতেও কি আবার সম্পর্কই প্রাধান্য পাবে? আনন্দবাজার ডিজিটালকে অতনু জানালেন, ‘‘ছন্নছাড়া অগোছাল জীবন। সেই ধ্বংস স্তূপে পায়ের শব্দ। একটা পায়রা, একটা খোলা বই যেন নতুন দিশা, আলো। জীবনের কাছে ফেরার প্রেরণা।’’ এর বেশি এখনই গল্প ভাঙতে রাজি নন তিনি।

‘ময়ূরাক্ষী’র গোটা দল ফিরছে, শুধু সৌমিত্র চট্টোপাধ্যায় নেই। অভাব বোধ করছেন পরিচালকও। তবে তাঁর বক্তব্য, ‘‘এটা অন্য ছবি। শুধু প্রসেনজিৎ নতুন ছবিতেও থাকছেন। ব্যস, ওইটুকুই মিল।’’ আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে? ‘‘বাকিদের নাম এখনও ঠিক হয়নি’’, জবাব পরিচালকের। বাকি শিল্পী, কলাকুশলীর তালিকা চূড়ান্ত হলে শ্যুটিং শুরু হবে। সব মিটিয়ে কাজ শুরু করতে তাই এখনও অনেকটাই দেরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement