Dia Mirza

দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা? পাত্র কে?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। ফের বিয়ে করতে চলেছেন দিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১০
Share:

দিয়া মির্জা।

শিরোনামে উঠে এলেন অভিনেত্রী দিয়া মির্জা। আপাতত নতুন কোনও ছবি মুক্তি পাচ্ছে না অভিনেত্রীর। কোনও বিতর্কেও জড়িয়ে পড়েননি তিনি।

তা হলে?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। ফের বিয়ে করতে চলেছেন দিয়া। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী। পাত্র মুম্বইয়ের উদ্যোগপতি বৈভব রেখি। শোনা যাচ্ছে, বলিউডের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন না অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে। শুধুমাত্র আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে রীতিনীতি মেনে সম্পন্ন হবে অনুষ্ঠান। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি দিয়া। তবে দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে উড়িয়েও দেননি অভিনেত্রী।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৪ সালে প্রেমিক সাহিল সঙ্ঘকে বিয়ে করেছিলেন দিয়া। সে বারও একই ভাবে সাহিলের ছত্তরপুরের ফার্ম হাউসে কাছের মানুষদের স্বাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। ভালবেসে বিয়ে করলেও, শেষমেশ দাম্পত্য টেকেনি তাঁদের। ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। প্রেমপর্ব ও দাম্পত্য মিলিয়ে মোট ১১ বছরের সম্পর্ক ভেঙে গেলেও একে অপরের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা বজায় রেখে বন্ধু হয়ে থাকার কথা বলেছিলেন দু’জনেই।

আপাতত দিয়া ব্যস্ত তেলুগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শ্যুটিং নিয়ে। গত বছর তাপসী পান্নুর ‘থাপ্পড়’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement