ফিরছে ‘প্রজাপতি’, জুটিতে দেব-তাসনিয়া? ছবি: ফেসবুক।
টলিউড বলছে, এ বারের শীতে নাকি বসন্ত আসবে। বিয়ের ফুল ফুটবে, প্রজাপতি উড়বে। আসল ঘটনা, ২০২৪-এর মতোই ২০২৫-ও দেবের দখলে। যার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে ১ জানুয়ারি। দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’ এ বছরের পুজোর ছবি। প্রযোজনায় এসভিএফ। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ১০ বছর পরে ফের শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি প্রযোজিত ছবিতে অভিনয় করবেন দেব।
ডিসেম্বরে ফিরছেন অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেন। ছবি: টুইটার।
এ বার তাঁর বড়দিন পর্ব। ২৫ ডিসেম্বর প্রযোজক-অভিনেতার জন্মদিন। প্রতি বছর সেই সময় তিনি একটি করে ছবি উপহার দেন অনুরাগীদের। এ বছরেও অন্যথা হচ্ছে না। গত বছর অনুপস্থিত থাকার পরে এ বারের শীতে অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেন ফিরছেন, ছবির নাম বদল করে। ‘প্রতীক্ষা’ নয়, ‘প্রজাপতি ২’ ছবির নামকরণ। খবর, আগের ছবির সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। মমতাশঙ্কর, কৌশানী মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্যও কি থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনই দিতে রাজি নন ছবির অন্যতম প্রযোজক অতনু রায়চৌধুরী।
আবারও মিঠুন চক্রবর্তী থাকবেন। ছবি: ফেসবুক।
এর আগে এই ছবিতে দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণের অভিনয়ের কথা ছিল। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তাঁর কাজের সম্ভাবনা সেই সময়ে বাতিল হয়। খবর, পরিস্থিতি নাকি আগের তুলনায় খানিক নিয়ন্ত্রণে। দুই দেশ মিলিয়ে কোনও কাজ হচ্ছে না, এমনও নয়।
সেই জায়গা থেকে তাই টলিপাড়ার আশা, তা হলে কি দেবের বিপরীতে তাসনিয়াকে দেখা যেতেও পারে?
আরও খবর, মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। ‘প্রজাপতি ২’ উড়ে যাবে লন্ডনে। কলকাতায় ছবির কোনও অংশের শুটিং হবে কি না, তা এখনও জানা যায়নি।