Dev

‘তোমাকে খুব ভালবাসি’, বছর শেষে দেবকে জড়িয়ে বললেন রুক্মিণী

কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় ‘পিডিএ গোলস’ দিয়েছেন রুক্মিণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৬:০৬
Share:

দেব-রুক্মিণী।

দেবকে শক্ত করে জড়িয়ে ধরলেন রুক্মিণী। জানিয়ে দিলেন তাঁকে কতটা ভালবাসেন নায়িকা। না স্বপ্ন নয়! বাস্তবেই ঘটেছে এমনটা।

Advertisement

টলিউডের এই রিয়েল লাইফ জুটির প্রেম দেখা গেল একটি চ্যানেলের বিজ্ঞাপনের দৃশ্যে। সেখানেই প্রিয় মানুষকে ভালবাসার আলিঙ্গনে বাঁধলেন তিনি। নায়িকার পোস্ট করা ভিডিয়োতে তাঁদের রসায়ন দেখে উচ্ছ্বসিত নেটাগরিকরাও। হোক না অভিনয়! সেখানেও প্রেমের গন্ধ খুঁজে নিয়েছেন তাঁরা।

কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় ‘পিডিএ গোলস’ দিয়েছেন রুক্মিণী। দেবের একটি ছবিতে লিখেছিলেন, ‘এমনিই থেকো’। সময়ের সঙ্গে দেব যাতে না বদলে যান, আকারে ইঙ্গিতে যেন সেই কথাই বলতে চেয়েছিলেন রুক্মিণী।

Advertisement

আরও পড়ুন: বিচ্ছেদের পরেও বন্ধুত্ব, সাবালক হচ্ছে টলিউড?

আপাতত গোলন্দাজের শ্যুটিং নিয়ে ব্যস্ত দেব। জানা যাচ্ছে, ১ ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু করেছেন তিনি। অন্য দিকে ‘সুইৎজারল্যান্ড’-এর ভাঁড়ারও ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। সেই খুশিতে ভাসছেন রুক্মিণী। এই প্রথম দেবের প্রোডাকশন হাউজের বাইরে গিয়ে কাজ করেছিলেন নায়িকা। সাফল্য অধরা থাকেনি সেখানেও। একটি ভিডিয়ো ক্লিপিং পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: মিথিলা ঢাকায়, স্ত্রী ও মেয়েকে ক্রিসমাসে না পেয়ে সৃজিতের মন খারাপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement