দেব ও রুক্মিণী। ছবি: টুইটারের সৌজন্যে।
ওয়ার্কশপ চলছে দেবের। সবচেয়ে কঠিন কাজটার আগে। কী সবচেয়ে কঠিন কাজ, জানেন?
শুটিং করাটাই তো তাঁর কাজ। তবে শুটিংয়ের মধ্যে সবচেয়ে কঠিন অংশের শুটিংই এখনও বাকি। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
বুঝতে অসুবিধে হচ্ছে? আসলে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘কবীর’ ছবির কথা হচ্ছে। ছবির বেশ কিছুটা অংশ ট্রেনে শুট করা হবে। আপাতত তারই প্রস্তুতি চলছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছেন দেব।
আরও পড়ুন, আমাজনের শুটিংয়ে ভগবানের দেখা পেয়েছিলেন দেব!
ছবিতে দেখা যাচ্ছে দেব ও রুক্মিণীর সঙ্গে ওয়ার্কশপে রয়েছেন পরিচালকও। দেবের শেয়ার করা ছবি রুক্মিণীও টুইট করে লেখেন, ‘সত্যিই খুব কঠিন ছবি।’
অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী পয়লা বৈশাখে। এ ছবির কাহিনি সন্ত্রাসবাদের উপর। মুম্বই ব্লাস্টকে মাথায় রেখেই অনিকেত ছবির গল্প লিখেছেন। 🚂🚃🚇 _
অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী পয়লা বৈশাখে। এ ছবির কাহিনি সন্ত্রাসবাদের উপর। মুম্বই ব্লাস্টকে মাথায় রেখেই অনিকেত ছবির গল্প লিখেছেন।
আরও পড়ুন, ‘আমাজন’ নিয়ে জেনারেল নলেজ টেস্ট দিলেন দেব, দেখুন রেজাল্ট
জানুয়ারিতে দুরন্ত এক্সপ্রেস এবং মুম্বইয়ে হবে ছবির শুটিং। দুরন্তও এই ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্র। দেব আগেই বলেছিলেন ‘‘আমরা ওই এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মুম্বই শুট করতে করতে যাব। আবার ওখান থেকে কলকাতা ফিরব। এ রকম আগে হয়েছে বলে তো আমার জানা নেই। পুরো ট্রেন বুক করা হয়েছে। যাতায়াত নিয়ে তিন দিনের মধ্যেই ছবির প্রায় ছবির পঞ্চাশ ভাগ শুটিং হয়ে যাবে। রিয়্যাল ট্রেনের সাউন্ড ও পরিপার্শ্ব সেট লাগালে পাওয়া যেত না। তাই ট্রেনে কী ভাবে শুট করা হবে তা রেকি করতে আমরা ট্রেনে তিন বার মুম্বই গিয়েছি।’’ ! 🙈
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
মুম্বইয়ের জাভেরি বাজার-সহ বিভিন্ন জায়গায় ব্লাস্ট কী ভাবে হয়েছিল, সেই ঘটনা নিয়েই গল্প সাজানো হয়েছে। ফের একটা টানটান গল্প দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।