দেব
অতিমারিতে সাধারণের পাশে দাঁড়িয়ে বন্দিত দেব অধিকারী। সোমবার দেব পেলেন দুর্দিনে ভাল কাজের জন্য শংসাপত্র। দেব টুইট করে জানিয়েছেন, এ দিন লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে শংসাপত্র পাঠিয়েছেন।
বলিউডের সোনু সুদের মতোই বাংলার ত্রাতা হয়ে উঠেছিলেন দেব। কোন কোন কাজের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি? তালিকায় রয়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, ঘাটালে নিজের দফতরকে কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করা, হাসপাতালগুলিতে দ্রুত অক্সিজেন ও মাস্ক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, অসহায়দের হাতে রেশন পৌঁছে দেওয়া, অতিমারিতে মৃতদের দাহ করার জন্য আলাদা শ্মশান এবং রাস্তায় পড়ে থাকা বৃদ্ধার অস্ত্রোপচার করানোর মতো কাজ। একাধিক রক্তদান শিবির গড়ে ব্লাড ব্যাঙ্কের শূন্য ভাঁড়ারও পূর্ণ করেছেন তিনি।
এই প্রশংসায় কতটা আপ্লুত অভিনেতা? দেবের দাবি, তিনি শুধুই সাংসদের ভূমিকা পালন করেননি। তাঁর মানবিকতা তাঁকে এই পথে এগিয়ে দিয়েছে। তিনি চেষ্টা করেছেন মাত্র। আশা, তাঁর শংসাপত্র দেখে বাকিরাও অনুপ্রাণিত হবেন। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন বাকি সাংসদদেরও। যাঁরা তাঁর মতোই দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন দুর্দিনে।