অদিতি মিত্তল। বাঁ দিকে কেমোর আগে এবং ডান দিকে কেমোর পরের ছবি।
কোনও সুপারস্টারের চমক নয়। তবুও আজ ভাইরাল হচ্ছে এক মানবীর মুখ।নাহ, আজ নারী দিবসও নয়।
ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় লিখেছেন এই শক্তির কথা।
না, সব্যসাচীর বৈভব জরি বা ধাক্কা পাড়ের জৌলুস আর তার পোশাক-কাহিনি ঘেরাও নয় এই পোস্ট।
তাহলে কী?
সব্যসাচী লিখছেন, ‘আমার বন্ধু অদিতি। সময় আমাদের ঘিরে রেখে বড় করেছে।চোদ্দো বছর ধরে চিনি ওকে। কাজ করেছি একসঙ্গে। একজন দুষ্টু পাগলাটে টমবয় থেকে দেখেছি আমার বন্ধু অদিতি কেমন করে সুন্দর নারী হয়ে উঠল। জানলাম, সেই অদিতির ক্যান্সার হয়েছে। মনের জোরে অদিতি পেরিয়ে গেল সেই দিনগুলোও।বাস্তব যত রূঢ়ই হোক, অদিতি বাঁচবে। তাই-ই হল। ওর একবছরের ছেলে এখন...’
সব্যসাচী এ ভাবেই তুলে ধরেছেন নির্মমতায় আনন্দ খোঁজার, রসদ খোঁজার বিরল ছবি।
তাঁর লেখা থেকেই জানা যাচ্ছে অদিতির ইচ্ছার কথা। একমাত্র ইচ্ছা! বড় সাধ অদিতির, তিনিতাঁরএকবছরের ছেলেকে দু’হাতে জড়িয়ে ধরে বাঁচেন।
আরও পড়ুন-পদ্মশ্রী পাওয়ায় কঙ্গনাকে ফুল পাঠালেন আলিয়া, ব্যঙ্গ করে সমালোচিত রঙ্গোলী
দেখুন সব্যসাচীর পোস্ট
A post shared by Sabyasachi Mukherjee (@sabyasachiofficial) on
কেন এত প্রবল বাঁচার কথা?
ফিরে এসেছে অদিতির ক্যান্সার। কেমোর পরে তাঁর স্বামী সঞ্চিত অদিতির কালো চুল সব সরিয়ে ফেলেছেন। কেটে দিয়েছেন নিজের হাতে। তাতে কী? অদিতি সেদিনই ঠোঁটে পরেছেন গাঢ় লাল লিপস্টিক!
লাল তো লড়াইয়ের রং। তাকে দমিয়ে রাখবে কে?
অদিতি চান প্রত্যেক মেয়ে ছোট-বড় যে কোনও বিষয়ের জন্য লড়াই করুক।
লড়াই মেয়েদের করতেই হবে।এই লড়াইয়ে তাঁর কথাও লোকে জানুক। পড়ুক। আর তাঁর শক্তি ছড়িয়ে পড়ুক সব মেয়ের মনে।
আরও পড়ুন-চলন্ত ট্রেনে পরিচালকের আত্মীয়াকে হেনস্থা মত্ত যুবকদের, সোশ্যাল মিডিয়া থেকে মিলল সাহায্য
সব্যসাচীর কলমেও লাল রঙের মুগ্ধতা! অদিতিকে দেখে তিনি লিখছেন, ‘মেয়েরা অদ্ভুত কিছু করে ফেলতে পারে।’তিনি বিস্মিত!
বিস্ময়ের ছবি পোস্ট করেছেন সব্যসাচী। অদিতির মুখ থেকে যেন আরও তেজ বেরিয়ে পড়েছে!
তিনি চান তাঁর বন্ধু তাঁর এই কথা লিখুক। অন্য মেয়েরা তাঁকে দেখে মনের জোরটা আরও খানিকটা বাড়িয়ে নিক।
লড়াইয়ের নতুন নাম অদিতি মিত্তল!