Deepika Padukone

Deepika-ranveer : এ ভাবেই আমায় জড়িয়ে ধরবে নাকি! বেজায় রেগে রণবীরকে বলেছিলেন দীপিকা

দশ বছরের সম্পর্ক। বিয়েরও প্রায় চার বছর। প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে ফিরে দেখলেন রণবীর সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১১:৪১
Share:

রণবীর-দীপিকা।

দ-শ বছর তাঁরা একসঙ্গে। প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ের পিঁড়িতে। সে-ও তো চার বছর হতে চলল! দীপিকা পাড়ুকোনেই এখনও পুরোপুরি মজে রণবীর সিংহ। পুরনো প্রেমিকাকে ফিরে দেখলেন এক সাক্ষাৎকারে।

Advertisement

সদ্য ‘বাজিরাও মস্তানি’তে জুটিতে কাজ করেছেন তখন। ছবির প্রচারে যুগলেই বসেছিলেন মুম্বই সংবাদমাধ্যমের সামনে। তাঁদেরই অনুরোধে দীপিকাকে জড়িয়ে ধরেন রণবীর। ব্যস! অভিনেতার কথায়,‘‘দীপিকা নিমেষে চটে লাল! চোখ পাকিয়ে আমায় বলল, এ ভাবেই কি জড়িয়ে ধরবে নাকি! আমিও কাঁচুমাচু’’

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে দাম্পত্যের গল্পও শুনিয়েছেন রণবীর। বলেছেন, ‘‘বৌ দীপিকা যেন টক-ঝাল-মিষ্টির জমাটি মিশেল। এই মিষ্টি প্রেমে জড়িয়ে, এই রেগে লাল। কখনও বা ঝগড়া করেই আরও কাছাকাছি। দশ বছর পরেও এখনও এতটুকু পুরনো হয়নি আমাদের এই রসায়ন। চার বছর সংসার করে ফেলেছি। তবু রোজ দীপিকা রোজ নতুন করে চমকে দেয় আমায়। প্রিয় বন্ধু, প্রেমিকা, জীবনসঙ্গী— ও-ই এখনও আমার সব কিছু!’’

Advertisement

২০১৮ সালের নভেম্বরে সাতপাক ঘুরেছিলেন দু'জনে। এখনও সে প্রেম আগের মতোই জমজমাট। রণবীরের এমন উপচে পড়া ভালবাসাই তার প্রমাণ!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement