Sushant Singh Rajput Death

মানসিক স্বাস্থ্যের জন্য

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা সমাজের যে কোনও স্তরেই যে এখনও সীমিত, তা অস্বীকার করার উপায় নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৩:০৪
Share:

দীপিকা

সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ফায়দাও তুলতে চাইছেন অনেকে, এমন অভিযোগ উঠেছে। একের পর এক সেলেব্রিটি মুখর হয়েছেন স্বজনপোষণ ও দলাদলির রাজনীতি নিয়ে। তবে ওই মৃত্যুর পিছনে যত বড় কারণই থাকুক, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা সমাজের যে কোনও স্তরেই যে এখনও সীমিত, তা অস্বীকার করার উপায় নেই। তা নিয়ে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। তাঁর টুইটার অ্যাকাউন্টে একাধিক পোস্টে লিখেছেন, ‘ডিপ্রেশনের চিকিৎসা হয়, ডিপ্রেশন সেরে যায়, ডিপ্রেশন ঠেকানোও যায়। ক্যানসার ও ডায়াবিটিসের মতো এটাও একটি অসুখ। মন খারাপ লাগা ও ডিপ্রেশন কিন্তু এক নয়।’’

Advertisement

­দীপিকা নিজে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। চিকিৎসা করে সুস্থও হয়েছেন। টেলিভিশনের পর্দায় সকলের সামনে সে কথা বিশদে বলেওছিলেন। তাঁর ‘লিভ, লাভ, লাফ’ সংগঠন মানসিক ভাবে সুস্থতা বজায় রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement