Deepika Padukon

Deepika Padukone: দীপিকাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন কে?

ফারহা খানের ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। ১৫ বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১২:১১
Share:

সাক্ষাৎকারে দীপিকা জানালেন বলিউডে কে তাঁকে প্রথম কাজের প্রস্তাব দিয়েছিলেন।

২০০৭ সালে ফারহা খানের ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান। তার পর ১৫ বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা। বহু আলোচিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গেহরাইয়াঁ’-ও বক্স অফিসে সফল। এর মধ্যেই দীপিকা খোলসা করলেন বলিউডে কে তাঁকে প্রথম কাজের প্রস্তাব দিয়েছিলেন।

Advertisement

‘ওম শান্তি ওম’ দীপিকার জীবনের প্রথম ছবি হলেও, শাহরুখ খান তাঁকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেননি। তার আগেই দীপিকাকে চলচ্চিত্রে কাজের প্রস্তাব দিয়েছিলেন সলমন খান। দীপিকা তখন মডেলিং করতেন, তাই সলমনের অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, “আমাদের সম্পর্ক বরাবরই বেশ ভাল, এবং আমাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ থাকব। যদিও এটা দুর্ভাগ্যের যে আমি সেই সময়ে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলাম না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement