Deepika Padukone

ফের রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দীপিকা! আলিয়ার সামনেই কি জমে উঠবে যৌন রসায়ন?

দু’জনই এখন ঘোর সংসারী। এসেছে সন্তান। তবে এর মধ্যেই নাকি ফের ঘনিষ্ঠ হবেন দীপিকা-রণবীর। সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৪:২৮
Share:

আলিয়ার সামনেই ঘনিষ্ঠ হবেন দীপিকা-রণবীর? ছবি: সংগৃহীত।

পর্দায় তাঁদের জুটি সফল। বাস্তবেও রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোনের জুটি নিয়েও এক সময়ে আলোচনা হয়েছে বিস্তর। রণবীরের প্রেমে নাকি ডুবে ছিলেন দীপিকা। কিন্তু মনোযোগ ছিটকে গিয়েছিল রণবীরের। সম্পর্কে থাকাকালীনই মন দিয়ে ফেলেছিলেন ক্যাটরিনার কইফকে। তার পরেই ভাঙন ধরে রণবীর-দীপিকার মধ্যে। তবে তার পরেও জুটি বেঁধেছেন তাঁরা— ‘তামাশা’ বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে তাঁদের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। বিশেষত রণবীরের প্রতি দীপিকার প্রেম নাকি বার বার ফুটে উঠেছে এই ছবিতে।

Advertisement

তার পরে অবশ্য জল গড়িয়ে গিয়েছে অনেক দূর। দু’জনই এখন যে যাঁর সংসারে সুখী। তবে এর মধ্যেই নাকি ফের ঘনিষ্ঠ হবেন দীপিকা-রণবীর।সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এ বার শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকাকেই। ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

অতিথি শিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করছেন দীপিকা। তবে রণবীরের সঙ্গে নাকি তাঁর রয়েছে অতি ঘনিষ্ঠ একটি সাহসী দৃশ্য। সেই দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে। সেন্সর বোর্ড থেকেও তাই এই ছবি ‘এ’ সংশাপত্র পাবে বলে জানা যাচ্ছে।

Advertisement

এখনও পর্যন্ত এই বিষয়ে নিয়ে দীপিকা বা তাঁর সহযোগী দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। অভিনেত্রী চুক্তিপত্রে এখনও সই করেননি বলেই জানা যাচ্ছে। ‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার চেয়েও বেশি সাহসী দৃশ্যে তাঁকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। দৃশ্যটি অতিরিক্ত সাহসী বলেই দীপিকা নাকি ভাবার সময় নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement