Block Ads in Android

মুঠোফোনের পাতা ভরে যাচ্ছে অবাঞ্ছিত বিজ্ঞাপনে? বন্ধ করার সহজ উপায় শিখিয়ে দিল গুগ্‌ল

পছন্দের কোনও ছবি বা ভিডিয়ো দেখার মাঝে যদি বার বার বিজ্ঞাপন ভেসে ওঠে, তাতে বিরক্তির শেষ থাকে না। অনেক সময়ে স্ক্রল করতে গিয়ে বিজ্ঞাপনের পাতায় ক্লিক হয়ে সেই ওয়েবসাইটও খুলে যায়। ‘পপ-আপ অ্যাড’ বন্ধ করার উপায় কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৫:৫১
Share:
How to block ads in your browser\\\\\\\\\\\\\\\'s settings and android phones

ফোনে গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন কী উপায়ে? ফাইল চিত্র।

ফোন খুললেই গুচ্ছের বিজ্ঞাপনে বিরক্তির শেষ থাকে না। সমাজমাধ্যমের পাতায় স্ক্রল করুন বা সুখপাঠ্য কিছু পড়তে শুরু করুন, কিছু ক্ষণের মধ্যেই সেখানে ভেসে উঠবে নানা বিজ্ঞাপন। কিছু এড়িয়ে যাওয়া সম্ভব, বেশির ভাগই প্রযুক্তির কারসাজিতে পাতা জুড়ে থেকে যায় দীর্ঘ ক্ষণ। লেখা সম্পূর্ণ ঢেকে যায়। দেখতে না চাইলেও এই বিজ্ঞাপনের দাপাদাপি সহ্য করে যেতে হয়। তাতে সবচেয়ে বেশি সমস্যা হয় চোখের।

Advertisement

পছন্দের কোনও ছবি বা ভিডিয়ো দেখার মাঝে বার বার যদি এমন ভাবে বিজ্ঞাপন ভেসে ওঠে, তাতেও বিরক্তির শেষ থাকে না। অনেক সময়ে স্ক্রল করতে গিয়ে বিজ্ঞাপনের পাতায় ক্লিক হয়ে সেই ওয়েবসাইটও খুলে যায়। সুরক্ষিত নয় এমন ওয়েবসাইট থেকে ভাইরাস বা ম্যালঅয়্যার ফোনে ঢুকে যাওয়াও অসম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হল, এমন বিজ্ঞাপন বা ‘পপ-আপ অ্যাড’ বার বার পাতা জুড়ে আসতে শুরু করলে, ফোনের গতিও শ্লথ হয়ে যায়, ব্যাটারির খরচ বাড়ে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী?

ফোনের জন্য

Advertisement

১) প্রথমে ফোনের সেটিংস অপশনে যান।

২) সেখানে গিয়ে গুগ্‌ল খুঁজে বার করে তাতে ক্লিক করুন।

৩) একটি নতুন পাতা খুলবে, তাতে ‘অল সার্ভিসেস’ অপশনে যান।

৪) এ বর সেখান থেকে যেতে হবে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে, সেখানে গিয়ে অ্যাড্‌সে ক্লিক করুন।

৪) এই অপশনটিই বিজ্ঞাপন বন্ধ করতে কাজে আসবে। অ্যাডস-এ গিয়ে ‘অ্যাড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘অ্যাড টপিকস’-এ যান।

৫) এ বার ‘অ্যাড টপিকস’ অপশনটি অফ করে দিন। তা হলেই গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন ঢোকা বন্ধ হবে ফোনে।

ব্রাউজ়ারের জন্য

১) প্রথমে ফোন বা ট্যাব থেকে গুগ্‌ল ক্রোমের পাতাটি খুলতে হবে।

২) পাতাটির ডান দিকে একেবারে কোণে তিনটি ‘ডট’ দেখতে পাবেন।

৩) সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা চলে আসবে। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে ক্লিক করতে হবে।

৪) ‘সেটিংস’ অপশনে ক্লিক করলে আরও একটি তালিকা আসবে। সেখান থেকে ‘সাইট সেটিংস’ নামে অপশনটিতে গিয়ে ক্লিক করুন।

৫) এ বার আরও একটি পাতা খুলবে। সেখানে ‘কনটেন্ট’ নামের একটি অপশন থাকবে।

৬) ‘কনটেন্ট’ অপশনে ক্লিক করলেই ‘পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট’ অপশন দেখতে পাবেন। তার পাশেই ‘টগল’ বোতাম থাকবে। সেটি বন্ধ করতে হবে।

৭) এর পর আবার ফিরে যান ‘সাইট সেটিং’-এ। সেখানে গিয়ে ‘ইনট্রুসিভ অ্যাড্‌স’ অপশনটি খুলুন। সেখানে আরও একটি বোতাম থাকবে, সেটিকে বন্ধ করে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement