Deepika Padukone

দীপিকার পায়ের নীচে রণবীর! নেট দুনিয়া কী বলল জানেন?

তাঁর সম্পর্কের সব খবর নিজের ভক্তদের কাছে দীপিকা পৌঁছে দেন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের মাধ্যেমে। যেমনটা করেছেন গতকাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১২:২২
Share:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

দীপিকা পাড়ুকোনরণবীর সিংহ। বলিউডের এই ‘জোড়ি’কে নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। তাঁদের প্রেম থেকে বিয়ে পরবর্তী জীবন। সবেতেই আগ্রহী নেটিজেনরা। তাঁর সম্পর্কের সব খবর নিজের ভক্তদের কাছে দীপিকা পৌঁছে দেন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের মাধ্যেমে। যেমনটা করেছেন গতকাল।

Advertisement

‘৮৩’ ছবির শুটিংয়ের জন্য এতদিন ইংল্যান্ডে ছিলেন এই বলিউড দম্পতি। সম্প্রতি নিজের শুটিং শেষ করে মুম্বইতে ফিরেছেন দীপিকা। তবে শুটিংয়ের কাজে রণবীর এখনও আছেন ইংল্যান্ডেই। আর মুম্বইয়ে ফিরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রণবীরের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন দীপিকা। রবিবার সেই পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।

সেই ছবি পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘আস’ বা আমরা। সেই ছবিতে তাঁরা তাকিয়ে আছেন একে অপরের দিকে। কোমরে হাত দিয়ে দীপিকা দাঁড়িয়ে আছেন। আর তাঁর পায়ের কাছে হেলান দিয়ে বসে রয়েছেন রণবীর।

Advertisement

❤️ #us

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

এই ছবির পোস্ট ভেসে গিয়েছে কমেন্টের বন্যায়। ছবি দেখে নেটিজেনরা দীপিকা-রণবীরকে বলছেন, ‘কিউটেস্ট কাপল’। আবার কারও জিজ্ঞাসা, ‘ইংল্যান্ডে থাকায় কি রণবীরকে মিস করছেন দীপিকা?’

আরও পড়ুন: বাস্তবের ‘গালি বয়’কে চেনেন? ঢাকার বস্তি থেকে উঠে এখন বাংলা র‌্যাপের ধামাকা

আরও পড়ুন: র‌্যাম্পে ক্যাটওয়াক করছেন সারা, দর্শকাসনে বসে উচ্ছ্বসিত কার্তিক-ইব্রাহিম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement