Deepika Padukone

কার্তিককে শেখালেন দীপিকা

লকডাউনের বাজারে কার্তিক-দীপিকার এই খুনসুটি নেটিজ়েনরা উপভোগ করছেন ঠিকই। তবে দিনকয়েক আগে কার্তিকের পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরেই বিতর্কের ঝড় উঠেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০০:০১
Share:

দীপিকা ও কার্তিক

সম্প্রতি ইনস্টাগ্রামে থ্রোব্যাক একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন দীপিকা পাড়ুকোন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁর একটি লুকের পর্দার আড়ালের ছবি দেখা যাচ্ছে সেই ভিডিয়োয়। সেখানে ক্যাপশনে দীপিকা লিখেছেন ‘#সেনানিগনস’।

Advertisement

এই শব্দটি মিলেনিয়ালদের অভিধানে থাকলেও, কার্তিক আরিয়ান অবশ্য এর মানে জানতেন না। কোনও রকম রাখঢাক না করেই তিনি দীপিকার পোস্টে সেই শব্দের অর্থ জিজ্ঞেস করেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই।

দীপিকা অবশ্য বিস্তারিত ভাবে অর্থটি লিখেওছেন। কার্তিকের প্রশ্নের জবাবে দীপিকার উত্তর, ‘‘উত্তেজনার বশে ছেলেমানুষি করা, যা তুমি বেশির ভাগ দিনই করে থাকো।’’ রণবীর সিংহ ও দীপিকা দু’জনেই কার্তিককে পছন্দ করেন। আবার কার্তিকও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীপিকা যে ভাবে পিডিএ করেন, তাঁর স্ত্রী ও রকম করলে ভালই লাগবে অভিনেতার।

Advertisement

লকডাউনের বাজারে কার্তিক-দীপিকার এই খুনসুটি নেটিজ়েনরা উপভোগ করছেন ঠিকই। তবে দিনকয়েক আগে কার্তিকের পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরেই বিতর্কের ঝড় উঠেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement