অস্কারের আমন্ত্রণে খুশি দীপিকা

গত দু’বছর ধরে অ্যাকাডেমির প্রতি অভিযোগ ছিল, অস্কার বড্ড একপেশে, শ্বেতাঙ্গ অধ্যুষিত। সেই ভাবমূর্তি ঝেড়ে ফেলতেই এ বছর সাতান্নটি দেশের ৭৭৪ জন নতুন সদস্যর নাম ঘোষণা করেছিল অ্যাকাডেমি।

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৩:০০
Share:

গত মাসে অ্যাকাডেমি অব মোশন পিকচার অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য হয়েছেন দীপিকা পাড়ুকোন। আর এমন সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই বেজায় খুশি তিনি। একত্রিশ বছর বয়সি অভিনেত্রী এত দিনে ব্যক্ত করেছেন তাঁর উচ্ছ্বাস। বুধবার টুইটারে লেখেন, ‘এ বছর অ্যাকাডেমির সদস্য হয়ে খুব সম্মানিত বোধ করছি’। গত দু’বছর ধরে অ্যাকাডেমির প্রতি অভিযোগ ছিল, অস্কার বড্ড একপেশে, শ্বেতাঙ্গ অধ্যুষিত। সেই ভাবমূর্তি ঝেড়ে ফেলতেই এ বছর সাতান্নটি দেশের ৭৭৪ জন নতুন সদস্যর নাম ঘোষণা করেছিল অ্যাকাডেমি। অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ভারত থেকে অভিনেতাদের মধ্যে ছিল দীপিকার নামও। অবশ্য তাতে আর এক বিতর্ক মাথা চাড়া দিয়েছে। অনেকেই বলছেন, শাহরুখ খানের মতো ভারতীয় সিনেমার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর কেন নেই তালিকায়! তবে সে সব বিতর্ক সরিয়ে রাখলেও, সদস্য হিসাবে মনোনীত হওয়ায় দীপিকার হলিউডি কেরিয়ারের পালে হয়তো একটু বেশি বাতাস লাগবে। তাঁর অভিনীত ‘ট্রিপল এক্স’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি বক্স অফিসে মাঝারি ব্যবসা করলেও চিত্র সমালোচকদের মন একেবারেই জয় করতে পারেনি। সে দিক থেকে প্রিয়ঙ্কা চোপড়া এগিয়ে। এ বার অ্যাকাডেমির সদস্য হয়ে যদি কেরিয়ারে নয়া মোড় আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement