Celebrities

‘গণধর্ষণ’ ও ‘খুন’ বাংলার ভাষা নয়, বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছে টলিপাড়া

সমস্ত রকম ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে এই প্রতিবাদ সভার উদ্যোগ নেওয়া হয়েছে। সভার নাম দেওয়া হয়েছে, ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ২১:২৬
Share:

ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ সভার পোস্টার

পথে নামছে কলকাতা। কোনও রাজনীতি নয়। মানুষের কথা বলার অধিকার নিয়ে লড়াই। ইতিমধ্যেই নাজেহাল দেশের মানু্ষের এক অংশ। মহিলা হলে তো কথাই নেই! ‘গণধর্ষণ’-এর হুমকি আসতে এক মুহূর্ত সময় লাগছে না। অনলাইনে ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকি পেতে পেতে বিধ্বস্ত শিল্পীদের কিছু অংশ। বাংলার মাটিতে সেই হুমকির বিরুদ্ধে সোচ্চার হতে পদক্ষেপ নিতে চলেছেন বিশিষ্টজনেরা। থাকছে না কোনও রাজনৈতিক রঙ। কেবল মাত্র মানবিকতার পতাকা উড়িয়ে ভিড় জমবে মেট্রো চ্যানেলে আজ দুপুর ৩টেয়।

Advertisement

কেবল বিজেপির বিরুদ্ধে নয়, সমস্ত রকম ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে এই প্রতিবাদ সভার উদ্যোগ নেওয়া হয়েছে। সভার নাম দেওয়া হয়েছে, ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার।’ পোস্টারেই তুলে ধরা হয়েছে সভার বক্তব্য। এক মহিলার ছবি আঁকা। যার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ছবির নীচে একটি পরিচ্ছেদে প্রকাশিত হয়েছে প্রতিবাদীদের অভিব্যক্তি। তারই কিছু পংক্তি তুলে ধরা হল, ‘এই মাটি নারীর সম্মান রক্ষার জন্যে সবার আগে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আজও হবে না। কোনও নারীকে অপমান করা, তাকে ট্রোল করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা বাংলার সংস্কৃতি নয়।’

সম্প্রতি টলি অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত থেকে শুরু করে সুরকার ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে একাধিক হুমকির মুখে পড়তে হয়েছে। তাঁরা নিজেদের মত প্রকাশ করে বিক্ষোভের মুখে পড়েছেন। আর তার পর থেকেই ধর্ষণের হুমকিতে জর্জরিত টলি অভিনেত্রীরা।

Advertisement

প্রতিবাদ সভা নিয়ে আনন্দবাজার ডিজিটালকে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, ‘‘তরুণজ্যোতি তেওয়ারি আজও আমায় সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে। আমি ভয় না পেলেও আমার বৃদ্ধা মা আতঙ্কিত। ক্রমাগত একটি মানসিক অত্যাচার চলছে আমাদের উপর। সে রকম একটি পরিস্থিতিতে এ রকম একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে দেখে আমি ভীষণ আনন্দিত। আমাকে কোনও উদ্যোগই নিতে হয়নি। পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হচ্ছেন আগামিকাল। সায়নীও যোগ দিচ্ছেন এই প্রতিবাদে।’’

রাজ চক্রবর্তী, মহিলা কমিশনের অধ্যক্ষা লীনা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেনের মতো মানুষরাও এই দিন উপস্থিত থাকছেন, মানুষের কণ্ঠরোধের বিরোধিতায়। এমনকি বিজেপির সদস্য অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় দেবলীনার কাছে তাঁর মত প্রকাশ করে জানিয়েছেন, ‘বিজেপির কর্মী হয়েও আমি এটা বলতে বাধ্য হচ্ছি, দেবলীনার সঙ্গে একটানা যা ঘটে চলেছে, সেটা অন্যায়।’

লীনা গঙ্গোপাধ্যায় যেমন জানালেন, ‘‘এই বাংলায় বড় হইনি আমরা। আমি কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করি না। কিন্তু এ বার আর চুপ করে থাকতে পারছি না। যদি কোনও অভিনেত্রীর মতামত পছন্দ না হয়, তা হলে দর্শকই তাঁকে বয়কট করে দেবেন। কিন্তু সমগ্র দর্শকমহলের হয়ে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়নি এক অংশের মানুষকে। এ ভাবে মহিলাদের আক্রমণ করাটা ঘোরতর অন্যায়।’’ কিছু নেটাগরিকের কাণ্ড দেখে সে রকমটাই মনে করছেন লীনা গঙ্গোপাধ্যায়। এটার প্রতিবাদ করা উচিত বলে তিনিও পথে নামবেন আজ।

সভার উদ্যোক্তা পরিচালক রাজ চক্রবর্তী এখনই এই বিষয়ে কিছু বলবেন না বলেই জানালেন। সমস্ত উত্তর আগামিকালের জন্য জমিয়ে রেখেছেন তিনি। অভিনেত্রী সায়নী ঘোষও জানালেন, তিনি ঠিক দুপুর ৩টে নাগাদ উপস্থিত থাকবেন এই প্রতিবাদ সভায়। শুধু শিল্পীরাই নয়, সাধারণ মানুষও এই প্রতিবাদে সামিল হবেন। অন্ধকারকে ঘুচিয়ে বাংলার মাটিতে এক টুকরো আলো আনার জন্য টলিপাড়ার এই প্রয়াস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement