Debchandrima Singha Roy

মুম্বইয়ে প্রস্তাব এসেছে ‘বিগ বস্’-এ যোগ দেওয়ার! কী সিদ্ধান্ত নিয়েছেন দেবচন্দ্রিমা?

দেবচন্দ্রিমার কাছে এসেছে সলমন খান সঞ্চালিত ‘বিগ বস্ ১৮’-এ যোগ দেওয়ার প্রস্তাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫০
Share:

দেবচন্দ্রিমা সিংহরায়। ছবি: সংগৃহীত।

হিন্দি ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ কাজ করার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহরায়। সেই ধারাবাহিকের সফর শেষ হচ্ছে, সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন দেবচন্দ্রিমা। মুম্বই গিয়েই নিজের হিন্দি উচ্চারণে মন দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী। কারণ, শুধু ‘সুহাগন চুড়েল’ই নয়। আগামী দিনে মুম্বইয়ে আরও কাজ করতে আগ্রহী অভিনেত্রী।

Advertisement

‘সুহাগন চুড়েল’ শেষ হওয়া নিয়ে অবশ্য খুব একটা অবাক নন দেবচন্দ্রিমা। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, “জানতাম, আমরা প্রথম সিজ়নের জন্য নির্বাচিত হয়েছি। পরের সিজ়নে আমাদের নেওয়া হবে না কি অন্যদের কথা ভেবেছেন নির্মাতারা, তা আমরা জানি না। আমরা জানতাম, প্রথম সিজ়নটা এখানেই শেষ হবে। তাই অবাক হইনি। তা ছাড়া, ছোট পর্দার ধারাবাহিকের সময়সীমা এখন অনেকটাই কমে গিয়েছে। এটা শেষ হয়েছে। হয়তো এ বার আরও ভাল কিছু হবে।”

তবে এখনও সে ভাবে আগামী কাজের পরিকল্পনা করেননি বলে জানান দেবচন্দ্রিমা। হাতে সময় নিয়ে পরের কাজ করবেন তিনি। অভিনেত্রী বলেন, “কালই শেষ হল এই ধারাবাহিকের শুটিং। পরবর্তী কালে কী করব, এখনও সেই ভাবে কিছু ঠিক হয়নি। হাতে সময় আছে। ধীরে ধীরে কাজ করব।”

Advertisement

তবে, এর মধ্যেই দেবচন্দ্রিমার কাছে এসেছে সলমন খান সঞ্চালিত ‘বিগ বস্ ১৮’-এ যোগ দেওয়ার প্রস্তাব। কিন্তু, সেই প্রস্তাব নাকি ফিরিয়েছেন কলকাতার অভিনেত্রী। তাঁর কথায়, “এই বছরে ‘বিগ বস্’-এ যোগ দিচ্ছি না। আমার আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। পরে চেষ্টা করে দেখা যেতে পারে। আপাতত আরও কিছু অভিনয়ের কাজ করতে চাই এখানেই। কে দেবচন্দ্রিমা, সেটাও তো মানুষের জানা দরকার।”

‘সুহাগন চুড়েল’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছে নিয়া শর্মাকে। পর্দায় দু’জনের আদায় কাঁচকলায় হলেও বাস্তবে দুজনের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছিলেন দেবচন্দ্রিমা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement