Entertainment News

ভালাবাসা নিয়ে কি কনফিউসড নিউ জেনারেশন? উত্তর খুঁজছে ‘ডায়রা’

‘ডায়রা’ আসলে ‘ভিকি’ এবং ‘সোনালি’র রিলেশনশিপের গল্প। চিত্রনাট্য অনুযায়ী ‘ভিকি’ কর্পোরেট সেক্টরে কাজ করেন। ‘সোনালি’ ওয়াল্ড লাইফ ফোটোগ্রাফার। তাঁদের ভালবাসার সংজ্ঞা ঠিক কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৫:১৩
Share:

টিম ‘ডায়রা’।

বর্তমান প্রজন্মের কাছে ভালবাসার সংজ্ঞা কী? ভালাবাসা নিয়ে কি কনফিউসড নিউ জেনারেশন? ভালবাসা আদৌ বেঁচে আছে কি? নাকি পুরোটাই প্রহসন? এ সবই ভাবিয়েছিল পরিচালক রণদীপ সরকারকে। তারই উত্তর খুঁজতে তিনি তৈরি করেছেন শর্ট ফিল্ম ‘ডায়রা’। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

Advertisement

রণদীপ শেয়ার করলেন, ‘‘আমাদের জেনারেশনের ভালবাসা নিয়ে প্রতিদিন স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এদের কাছে ভালবাসা মানে কি লিভ টুগেদার? আমরা কি বিদেশি কালচারকে ব্লাইন্ডলি কপি করছি? ভালবাসার নামে কি কিছু চাহিদা মেটানোর চেষ্টা করছি? আমরা কি আদৌ দায়িত্ব নিচ্ছি? এ সবই ভাবিয়েছিল। আমাদের ২০-২৫ মিনিটের শর্ট ফিল্মেও সেটা নিয়েই কাজ করেছি।’’

‘ডায়রা’ আসলে ‘ভিকি’ এবং ‘সোনালি’র রিলেশনশিপের গল্প। চিত্রনাট্য অনুযায়ী ‘ভিকি’ কর্পোরেট সেক্টরে কাজ করেন। ‘সোনালি’ ওয়াল্ড লাইফ ফোটোগ্রাফার। তাঁদের ভালবাসার সংজ্ঞা ঠিক কী? তা জানা যাবে এই ছবিতে। মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি এবং মুমতাজ। অরিন রয়েছেন মিউজিকের দায়িত্বে। অন্যতম প্রযোজক অয়নজিত্ সেন।

Advertisement

আরও পড়ুন, সুদীপার ছেলের অন্নপ্রাশনে কারা নিমন্ত্রিত ছিলেন জানেন?

রণদীপ বললেন, ‘‘আমরা এই ছবিটা প্রথমে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাব। তার পর কোনও একটা চ্যানেল বা ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে রিলিজ করব। শর্ট ফিল্মটাকেই ফিচার ফিল্মের ফরম্যাটে ফেলার চেষ্টা করেছি আমরা।’’

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement