Subhankar Chatterjee Controversy

বুধের মাঝরাতে অচেনা মহিলাকে ফোন, শুক্রে স্ত্রীকে ‘সোনা’ ডাক, শুভঙ্কর কি শুদ্ধির পথ নিলেন

মধ্যরাতে অচেনা মহিলাকে ২৪ বার ভিডিয়ো কল। বিতর্কে জড়ালেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। শুক্রবার আবার ইঙ্গিতপূর্ণ পোস্টও করলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৯:০৯
Share:

ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে কী লিখলেন শুভঙ্কর? ছবি: ফেসবুক।

পরনে নীল পাঞ্জাবি, সঙ্গে খদ্দরের জ্যাকেট। আর সঙ্গে নীল জামদানিতে স্ত্রী। শুক্রবার এমনই এক ছবি পোস্ট করলেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। বিতর্কের ২৪ ঘণ্টা পার হতে না হতেই পরিচালকের পোস্ট তৈরি করেছে বেশ কিছু প্রশ্ন। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শুভঙ্কর লেখেন, “ও মেরে সোনা রে।”

Advertisement

বৃহস্পতিবার শুভঙ্করের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, মধ্যরাতে পরিচালক ২৪ বার ভিডিয়ো কল করে বিরক্ত করেছেন। যদিও তার পর ফোন করে শুভঙ্করের ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছিলেন অভিযোগকারিণী। এই ঘটনার পরেই স্ত্রীর সঙ্গে শুভঙ্করের এমন পোস্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে।

যদিও একাধিক বার ক্ষমা চাওয়ার জন্য অভিযোগের সব পোস্ট মুছে দেন তিনি। অভিযোগকারিণী শ্রেয়সী লেখেন, “অনেক বিব্রত হয়েছি। অনেক ফোন এসেছে। আর পারছি না। উনি নিজে এবং অনেককে দিয়ে সরি বলিয়েছেন। আমি তা গ্রহণ করলাম এবং এই বিষয় নিয়ে আগামীতে আরও আলোচনা হোক, সেটা চাই না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement