Ankush-Oindrila

চুপিসারে ইস্তানবুলে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছুটি না কি শুটিং, প্রশ্ন অনুরাগীদের

এর আগে তাঁরা বেড়াতে গিয়েছিলেন গ্রিসে। এ বার অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি পাড়ি দিয়েছেন তুরস্কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৭
Share:

অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবি: সংগৃহীত।

কাজের ব্যস্ততার মাঝেই তাঁরা নিজেদের জন্য আলাদা করে সময় বার করে নেন। সময় পেলেই টলিপাড়ার এই যুগল বেড়াতে বেরিয়ে পড়েন। কয়েক মাস আগেই যুগলে ঘুরতে গিয়েছিলেন গ্রিসে। এ বার অঙ্কুশ এবং ঐন্দ্রিলার গন্তব্য তুরস্ক। তবে পুরো বিষয়টাই কিন্তু চুপিসারে।

Advertisement

শুক্রবার অঙ্কুশ এবং ঐন্দ্রিলা ইনস্টাগ্রামের স্টোরিতে কিছু ছবি দিয়েছিলেন। সেখানে তুরস্কের রাজধানী ইস্তানবুলে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। অঙ্কুশ তাঁর স্টোরিতে তুরস্কের বিখ্যাত খাবার শওয়ারমার ছবি দিয়েছিলেন। আবার শনিবার ইস্তানবুলের রাস্তায় নিজের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঐন্দ্রিলা। এই ছবি দেখেই অনুরাগীদের একাংশের প্রশ্ন, তা হলে কি কোনও বিশেষ শুটিংয়ের জন্য তাঁরা ইস্তানবুলে হাজির হয়েছেন? না কি নিছকই ভ্রমণ? সূত্রের খবর, কোনও শুটিং নয়, দু’জনে ছুটি কাটাতেই এই নয়নাভিরাম শহরে উপস্থিত।

অবশ্য গোপনে যে ভ্রমণ শুরু হয়েছিল, তা কিন্তু আর শেষ পর্যন্ত আর গোপন থাকেনি। তবে, যুগলে একসঙ্গে কিন্তু কোনও ছবি পোস্ট করেননি। পরে সেই স্টোরির মেয়াদ শেষ হলেও শেষরক্ষা হয়নি। ঐন্দ্রিলার ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তুরস্ক ভ্রমণ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত অভিনেতার তরফে মেসেজের কোনও উত্তর আসেনি। কলকাতায় ফেরার পর অবশ্য ‘অসুখ বিসুখ’ ছবির শুটিং শেষ করবেন অঙ্কুশ। শোনা যাচ্ছে, পুজোর পর তিনি নতুন ছবির কাজ শুরু করতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement