‘ধার্মিক’-এর অফস্ক্রিনে দুই খুদে।
আপনিই ‘ধার্মিক’-এর পরিচালক?
হ্যাঁ, আমিই।
আর আপনার ছবির প্রযোজক?
এই তো আপনি। আপনারা। আপনারা সকলে।
মানে?
…
ঠিক এ ভাবেই কথা শুরু হয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে। মতিঝিল কলেজের ফিজিক্স অনার্সের প্রাক্তনী তৈরি করতে চলেছেন একটি নতুন ছবি। ‘ধার্মিক’। এর আগে নাট্যব্যক্তিত্ব সোহাগ সেনের দলে প্রায় ছ’বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঝুলিতে রয়েছে ‘শেডস্’ নামের একটি শর্টফিল্ম। ‘ধার্মিক’ প্রসূনের সিভিতে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি। ফিল্মের ইতিহাসে ‘ধার্মিক’ নাকি একটি আলাদা জায়গা তৈরি করতে চলেছে। অন্তত এমনটাই দাবি পরিচালকের।
কিন্তু কেন? ‘ধার্মিক’-এর বিশেষত্ব কী?
আরও পড়ুন, ‘শট রেডি, ডাকতে আসবে, কিন্তু উঠব না, এ ভাবেই মরতে চাই’
প্রসূন শেয়ার করলেন, ‘‘প্রথমে জানতাম এটা ভারতের প্রথম ফুল লেন্থ বাংলা ক্রাউড ফান্ডেড ছবি। পরে জেনেছি ভারত নয়, এটা পৃথিবীর প্রথম বাংলা ফুল লেন্থ ক্রাউড ফান্ডেড ছবি।’’
‘ক্রাউড ফান্ডেড’ অর্থাত্ ছবির প্রযোজক আম আদমি। এই ভাবনা এল কী ভাবে? প্রসূনের কথায়, ‘‘ছবির গল্প নিয়ে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরেছি। কিন্তু কোনও লাভ হয়নি। আমার ছবিতে তথাকথিত কোনও স্টার নেই। আসলে স্টারের প্রয়োজনও নেই। সেটাও প্রযোজকদের এগিয়ে না আসার একটা কারণ হতে পারে। তখন আমরা একটা ট্রেলার শুট করে অনলাইন ক্রাউড ফান্ডিংয়ের আবেদন জানিয়েছিলাম।’’
পরিচালকের সঙ্গে দুই খুদে অভিনেতা। শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস থ্রি-র পড়ুয়া আশিক শেখ এবং আরিফ শেখ।
বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে হিন্দু-মুসলিম দুই শিশুর বন্ধুত্বের গল্পকে ফ্রেমবন্দি করতে চান প্রসূন। তিনি জানালেন, ক্রাউড ফান্ডিংয়ের আবেদনে বিপুল সাড়া পেয়েছেন। কখনও মার্কিন মুলুক থেকে কোনও অচেনা বন্ধু এক লক্ষ টাকাও দিয়েছেন। আবার গ্রামের চাষি বা তাঁতি মানুষটিও কখনও ২০, কখনও বা ৫০ টাকা দিয়েই সাহায্য করেছেন এই টিমকে। প্রায় ৪০ লক্ষ টাকা বাজেট। তবে এখনও বেশ কিছু টাকা লাগবে। প্রসূন আশাবাদী বাকিটাও জোগাড় হবে এই পদ্ধতিতেই।
আরও পড়ুন, ‘বিশ্বাস করুন, আমি বেকার, আমার কাছে কোনও কাজ নেই’
আগামী মার্চের শেষ দিকে শুরু হবে ‘ধার্মিক’-এর শুটিং। বহরমপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়ায় হবে শুটিং। তুহিন বিশ্বাস রয়েছেন ক্যামেরার দায়িত্বে। সুজয় দত্ত রায় সামলাবেন সম্পাদনার ভার।
রিলিজ কবে? এই প্রথম হাসলেন প্রসূন— ‘‘এই মুহূর্তে এখানে রিলিজের কথা ভাবিনি। দেশের বাইরে কয়েকটা জায়গায় কথা হয়েছে। আর বেশ কিছু ফেস্টিভ্যালে পাঠাব।’’
আরও পড়ুন, ‘ফাঁকা মাঠে গোল দিয়ে কোনও মজা নেই’
কোনও তথাকথিত ‘স্টার’ নেই। সাধারণ মানুষের প্রযোজনার ভরসায় নতুন স্বপ্ন দেখছেন প্রসূন। এ যেন তাঁর এক অন্য উড়ান।
ছবি: প্রসূন চট্টোপাধ্যায়ের সৌজন্যে।