অঞ্জন দত্ত।
পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সোমবার অস্ট্রেলিয়া থেকে ফিরেই অভিনেতা গায়ক অঞ্জন দত্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক জমায়েতে যান। শুধু তাই নয়, বিদেশ থেকে ফিরেই অজস্র মানুষের সংস্পর্শে এসেছেন তিনি! এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিদেশ ফেরত যে কোনও মানুষের ক্ষেত্রে যেখানে চোদ্দো দিন গৃহবন্দি থাকার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার, সেখানে অঞ্জন দত্তের মতো মানুষ এই মারাত্মক ভুল কী করে করলেন?
আনন্দবাজার ডিজিটালকে অঞ্জন দত্ত বলেন, “আমি মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে অনেক রাতে কয়েক মিনিটের জন্য ওই জমায়েতে যাই। বিমানবন্দরে আমাদের ব্যান্ডের পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। এর পর আমি আর আমার ব্যান্ডের সবাই আগামী চোদ্দো দিন নিজেদের গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিই।”
বেলেঘাটা আইডি হাসপাতালে এই রাজ্য তথা কলকাতার প্রথম নভেল করোনাভাইরাসে আক্রান্ত তরুণ ভর্তি হওয়ার পরে অঞ্জন দত্তের এই যুক্তি কতটা যুক্তিগ্রাহ্য? অঞ্জনের জবাব: “দেখুন, সে দিন আমি কোনও লোকের সঙ্গে হাত মেলাইনি। যখন জমায়েতে যাই ভিড় ছিল না। যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে দূর থেকে দেখা করেছি। খাইওনি। জাস্ট হাই বলে চলে এসেছি। আর যাওয়ার আগে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছি। আমি কিন্তু যথেষ্ট রেস্পনসিবল নাগরিক। তাই এখন সেলফ কোয়রান্টিন।’’
আরও পড়ুন-বিদেশ থেকে ফিরে ঘরবন্দি থাকছেন জিৎ-মিমি
নিজেকে দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে দাবি করে পরিচালক জানান, তিনি তাঁর সমস্ত শো বাতিল করেছেন। আর চোদ্দো দিনের আগে যেহেতু কোনও টেস্ট হবে না সে ক্ষেত্রে গৃহবন্দি হয়ে থাকা ছাড়া তাঁর আর কিছু করার নেই। তবে এরই পাশাপাশি তিনি বলেন, “প্লিজ লিখুন, যাঁরাই বিদেশ থেকে ফিরছেন তাঁরাই যেন নিজেদের গৃহবন্দি রাখেন।”
আরও পড়ুন- করোনা কাঁটা: কাল থেকে ৩০ মার্চ পর্যন্ত টালিগঞ্জে সমস্ত শুটিং বাতিল