করোনায় আক্রান্ত বলি অভিনেতা পূরব কোহালি এবং তাঁর স্ত্রী-কন্যা
আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী লুসি পেয়টন এবং মেয়ে পাঁচ বছরের কন্যা ইনায়া পেয়টন।
Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ২১:০৪
Share:
পূরব কোহালি
করোনায় আক্রান্ত হয়েছেন ‘রক অন’ খ্যাত অভিনেতা পূরব কোহালি। শুধু পূরবই নয়। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী লুসি পেয়টন এবং মেয়ে পাঁচ বছরের কন্যা ইনায়া পেয়টন। মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন পূরব নিজেই।
Advertisement
পূরব লেখেন, “দু’সপ্তাহ ধরে করোনার আক্রান্ত আমি এবং আমার পরিবার। জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছিল আমাদের। ডাক্তারকে দেখাতে তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়েছি আমরা। পরীক্ষাও হয়। আমার মেয়ে ইনায়াই প্রথম এই রোগে আক্রান্ত হয়। সেখান থেকে আমি এবং আমার স্ত্রী। শ্বাসকষ্ট এবং জ্বর ছিল আমাদের। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছি।”
অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, “আমি প্রার্থনা করছি, কারও যাতে এই অসুখ না নয়। আর যদি বা হয়, আপনার শরীর এই ভাইরাসকে পরাস্ত করার ক্ষমতা রাখে। প্যানিক করবেন না। বাড়িতে থাকুন”।