Coronavirus

কাজে ফেরা

শহরের নির্দিষ্ট জায়গাগুলিতে ছবি ও ধারাবাহিকের এডিটিং, ডাবিং, মিক্সিংয়ের কাজ শুরু করার ছাড়পত্র দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২০ ০১:০৪
Share:

প্রতীকী ছবি।

করোনাভাইরাসের কারণে স্তব্ধ হয়ে রয়েছে টলিপাড়া। মঙ্গলবার রাজ্যের চিফ সেক্রেটারি ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়র্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ও মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠানো একটি নির্দেশিকার মাধ্যমে জানান, কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত এলাকাগুলির বাইরের অংশে ছবি ও টেলিভিশনে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করা যেতে পারে। শহরের নির্দিষ্ট জায়গাগুলিতে ছবি ও ধারাবাহিকের এডিটিং, ডাবিং, মিক্সিংয়ের কাজ শুরু করার ছাড়পত্র দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। এ প্রসঙ্গে গত ১১ মে একটি মিলিত চিঠি দেওয়া হয়েছিল আর্টিস্ট ফোরাম, ইমপা-র মতো সংস্থার পক্ষ থেকে। তার সূত্র ধরেই এই পদক্ষেপ করা হল বলে জানানো হয়েছে । কাজ শুরু করলেও স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে এবং মাস্ক ব্যবহার করেই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এত দিন ধরে বাড়িতে থেকেই পোস্ট প্রোডাকশনের টুকটাক কাজ চালাচ্ছিলেন শিল্পী ও টেকনিশিয়ানরা। ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় মুক্তিপ্রাপ্ত শর্টফিল্ম ও ভিডিয়োই তার প্রমাণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement