Coronavirus

ডিজিটাল মুক্তি

এত দিন ধরে অপেক্ষার পরে কর্ণ জোহর ছবিটি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২০ ০১:০৯
Share:

দ্য কার্গিল গার্ল

লকডাউনের মেয়াদ বাড়ার ফলে সিনেমা হল বন্ধ অনির্দিষ্ট কালের জন্য। ছবি মুক্তির জন্য নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন। সম্প্রতি জানা গিয়েছে যে, গুঞ্জন সাক্সেনার বায়োপিক ‘দ্য কার্গিল গার্ল’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। ছবিটি মুক্তির কথা ছিল ২৪ এপ্রিল। কিন্তু হল বন্ধ থাকায় তার মুক্তি স্থগিত রাখা হয়। এখন খবর, এত দিন ধরে অপেক্ষার পরে কর্ণ জোহর ছবিটি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন। অন্য দিকে ঈশান খট্টর ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘খালি পিলি’ ছবির কাজ শেষ হয়ে গেলেও কিছু ফিনিশিং টাচ বাকি আছে। সেই কাজ শেষ হলে এই ছবিটিও নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায়।

Advertisement

অন্য দিকে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর ‘শেরশাহ’ মুক্তির দিন স্থির হয়েছিল ৩ জুলাই। ছবিটি শহিদ বিক্রম বত্রার জীবন অবলম্বনে তৈরি। তাই পরমবীর চক্র প্রাপ্ত এই শহিদের মৃত্যুবার্ষিকীর দিন চারেক আগেই মুক্তির দিন স্থির করা হয়। তবে জুলাইয়ের প্রথম দিকে হল খোলার কোনও নিশ্চয়তা নেই। তাই ছবির নির্মাতারা সেই দিনেই ওটিটি রিলিজ়ের চেষ্টায় রয়েছেন। এই ছবিটির জন্যও কথা হচ্ছে নেটফ্লিক্সের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement