Coronavirus

লড়াই জারি

করোনায় প্রয়োজনীয় টাকা তোলাই ছিল এই শোয়ের উদ্দেশ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০০:৫৭
Share:

জাস্টিন বিবার

করোনাভাইরাসের সঙ্কটে প্রত্যেকেই নিজেদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাতে কখনও কখনও মিলে গিয়েছে রাজনীতিবিদ ও বিনোদনে জগতের তারকাদের হাতও। যেমন সম্প্রতি কানাডায় ‘স্ট্র‌ংগার টুগেদার- তুসঁ সমব্ল’ নামে একটি বিজ্ঞাপনহীন শোয়ের আয়োজন করা হয়েছিল। করোনায় প্রয়োজনীয় টাকা তোলাই ছিল এই শোয়ের উদ্দেশ্য। এই শোয়ের জন্য তারকাদের সঙ্গে হাত মিলিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শোয়ে দেখা গিয়েছে জাস্টিন বিবার, জাস্টিন টিম্বারলেক, সেলিন ডিয়োন, বেয়ারনেকেড লেডিজ়, ব্রায়ান অ্যাডামস, স্যাম রবার্টস, র‌্যাপার ড্রেককে। ট্রুডো এই শোয়ে ফ্রন্টলাইন ওয়র্কারদের নিয়ে নিজের বক্তব্য রাখেন। করোনার বিরুদ্ধে যে ভাবে চিকিৎসক, নার্স এবং প্যারা মেডিক্যালের সঙ্গে যুক্ত মানুষজন লড়াই করছেন, তাঁদের কথা তুলে ধরা হয়। প্রাথমিক ভাবে এই শোয়ের মেয়াদ এক ঘণ্টা ভাবা হলেও পরে তা এগোয় ৯০ মিনিট পর্যন্ত। ‘স্ট্রংগার টুগেদার’-এর মাধ্যমে কানাডার ফুড ব্যাঙ্ক সবচেয়ে উপকৃত হয়েছে এবং সংগ্রহ করা হয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ডলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement