Coronavirus

ফান্ড তুলতে কনসার্ট

কনসার্টে থাকবেন অরিজিৎ সিংহ, সোনু নিগম, প্রীতম, শ্রেয়া ঘোষাল, বিশাল-শেখর, শঙ্কর-এহসান-লয়ের মতো শিল্পীরাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০৪:০৪
Share:

কর্ণ-জ়োয়া

মানুষের পাশে দাঁড়াতে আরও কয়েক পা এগিয়ে এলেন পরিচালক কর্ণ জোহর ও জ়োয়া আখতার। বলিউডের তারকাদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করছেন দু’জনে। ‘আই ফর ইন্ডিয়া’ নামক এই কনসার্টের মাধ্যমে যা ফান্ড তোলা হবে, তা সরাসরি চলে যাবে করোনায় আক্রান্ত পরিবারের হাতে। একই সঙ্গে এই কনসার্টের মাধ্যমে ট্রিবিউট জানানো হবে হেল্‌থ ওয়র্কারদের। এই অনুষ্ঠানটিকে সফল করতে এগিয়ে এসেছেন শাহরুখ খান, অক্ষয়কুমার, হৃতিক রোশন, রণবীর সিংহ, করিনা কপূর খান, আলিয়া ভট্ট, বরুণ ধওয়ন, ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা-সহ অনেকেই। প্রত্যেকে চার মিনিটের ভিডিয়ো শুট করে পাঠাবেন কর্ণ ও জ়োয়ার কাছে। তার পরে তাঁরা সেগুলি এডিট করবেন। সেই ভিডিয়োয় তাঁরা নাচ, গান, মোটিভেশনাল স্পিচ দেওয়া থেকে শুরু করে অভিনয়ও করতে পারেন। শোনা যাচ্ছে, হৃতিক রোশন ও আলিয়া ভট্ট গান গাইবেন। হৃতিক পিয়ানোও বাজাবেন গানের সঙ্গে।

Advertisement

কনসার্টে থাকবেন অরিজিৎ সিংহ, সোনু নিগম, প্রীতম, শ্রেয়া ঘোষাল, বিশাল-শেখর, শঙ্কর-এহসান-লয়ের মতো শিল্পীরাও। জাভেদ আখতারও তাঁর শায়েরি শোনাবেন। মোটিভেশনাল স্পিচে থাকবেন শাবানা আজ়মি ও আশা ভোঁসলেও। ভারতীয় ক্রিকেট টিমের বিরাট কোহালি, রোহিত শর্মা যেমন থাকছেন, সচিন তেন্ডুলকরকেও দেখা যাবে। আন্তর্জাতিক তারকা উইল স্মিথ, জোনাস ব্রাদারস এবং ব্রায়ান অ্যাডামসের স্পেশাল পারফরম্যান্সও থাকবে কনসার্টে। আগামী সপ্তাহান্তে ফেসবুকেই এই কনসার্টের সম্প্রচার হবে।

অন্য দিকে সলমন খানের দুই বন্ধু লক্ষাধিক পরিবারের হাতে রেশন তুলে দিয়েছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দুঃস্থদের সাহায্যে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সলমন।

Advertisement

আরও পড়ুন: নৃত্য দিবসে নাচে মুক্তি খুঁজলেন ঋতুপর্ণা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement