লক্ষাধিক মানুষের খাবারের দায়িত্ব নিলেন হৃতিক রোশন

অমিতাভ, আমির, অক্ষয়, সলমন মুম্বইয়ে করোনা মোকাবিলায় এ বার এগিয়ে এলেন হৃতিক রোশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ১৭:১৬
Share:

হৃতিক রোশন। ফাইল চিত্র।

অমিতাভ, আমির, অক্ষয়, সলমন মুম্বইয়ে করোনা মোকাবিলায় এ বার এগিয়ে এলেন হৃতিক রোশন। এনজিও ‘অক্ষয় পাত্র’র উদ্দেশে টুইট করে বলেছেন নায়ক ‘আপনারা যেন সেই ক্ষমতার অধিকারী হন যে ক্ষমতায় ভারতের কোনও মানুষ যেন খিদে নিয়ে ঘুমোতে না যায়’।

Advertisement

মুম্বইয়ে পৌরসভার কর্মীদের হাতে তুলে দিয়েছিলেন N95, FFP3 মাস্ক। এবার এনজিও ‘অক্ষয় পাত্র’র সঙ্গে হাত মিলিয়ে দরিদ্র মানুষদের খাবার দেওয়ার কাজে এগিয়ে এলেন হৃতিক রোশন। এই সংস্থা বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন এমন মানুষের কাছে যাঁদের পেট ভরানোই এখন সমস্যা হয়ে উঠেছে। এই তালিকায় আছেন বৃদ্ধাশ্রমের মানুষ, দিন আনা-দিন খাওয়া শ্রমিক।

অর্থ দানের পর সংস্থার তরফে টুইট করে হৃতিককে ধন্যবাদ জানানো হয়েছে। হৃতিকের অর্থ সাহায্যে তৈরি করা খাবার প্রতিদিন পৌঁছে যাবে ১ লাখ ২০ হাজার মানুষের কাছে। এই সংস্থা জানিয়েছেন যতদিন না অবধি লকডাউন স্বাভাবিক হয় ততদিন তাঁরা খাবার দিয়ে যাবেন বৃদ্ধাশ্রমে এবং দিনমজুরদের।

Advertisement

আরও পড়ুন: অমিতাভ থেকে শাহরুখ, বলিউডের যে পাঁচ সুপারস্টার সানি দেওলের রোষের শিকার হয়েছেন

আরও পড়ুন: অমিতাভের ‘লাওয়ারিশ’ ছবির প্রিমিয়ার শেষ অবধি না দেখেই বেরিয়ে যান ক্ষুব্ধ জয়া বচ্চন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement