Amitabh bacchan

মাছি থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস, ভিডিয়ো বার্তায় হুঁশিয়ারি অমিতাভের

মাছি থেকেও মানবদেহে সংক্রামিত হতে পারে করোনাভাইরাস। ভিডিয়োবার্তায় সতর্ক করলেন অমিতাভ বচ্চন। কী ভাবে ঘটে এই সংক্রমণ?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ২১:২৮
Share:

অমিতাভ বচ্চন।

মাছি থেকেও মানবদেহে সংক্রামিত হতে পারে করোনাভাইরাস। ভিডিয়োবার্তায় সতর্ক করলেন অমিতাভ বচ্চন। কী ভাবে ঘটে এই সংক্রমণ?

Advertisement

অমিতাভ জানিয়েছেন, মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মানব মলের মধ্যে করোনাভাইরাস বেশ কিছু দিন জীবিত থাকতে পারে। কোনও করোনা আক্রান্ত ব্যক্তি যদি সুস্থও হয়ে যান, তাঁর মল থেকে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। কোনও মাছি যদি আক্রান্ত ব্যক্তির মলে বসার পরে সুস্থ ব্যক্তির খাবারে অথবা গায়ে বসে, সে ক্ষেত্রে সহজেই হতে পারে সংক্রমণ।

এমতাবস্থায় খোলা জায়গায় মলত্যাগ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন অমিতাভ। তাঁর ওই টুইটটি রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও পরে টুইটটি নিজের অ্যাকাউন্ট থেকে মুছে দেন অমিতাভ।

Advertisement

দেখুন অমিতাভের টুইটের স্ক্রিনশট

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাত পর্যন্ত ভারতে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪-এ। তাই এখনই সচেতন না হলে যে সব কিছু হাতের বাইরে চলে যাবে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন বিগ বি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement