করোনায় প্রিয়জনকে হারালেন অভিনেতা দিলীপ কুমার,পরিবারে শোকের ছায়া

করোনায় হারালেন তাঁর ছোট ভাই আসলাম খানকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ১৪:৩১
Share:

দিলীপ কুমার।

শোকের ছায়া অভিনেতা দিলীপ কুমারের পরিবারে। করোনায় হারালেন তাঁর ছোট ভাই আসলাম খানকে। শুক্রবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় আসলামের। বয়স হয়েছিল আনুমানিক ৮০। তাঁর আর এক ভাই এহসান খানও করোনায় আক্রান্ত হয়ে ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কোভিডের পাশাপাশি সুগার, হার্টের অসুখ সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ১৫ অগস্ট শরীরে করোনার উপসর্গ পরিলক্ষিত হওয়ায় দুই ভাইকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন- ‘ওই শেষ ফোনটি আমার কাছে ওয়েক আপ কল’, মহেশ-রিয়ার ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে

Advertisement

যদিও সুস্থ আছেন দিলীপ কুমার। স্ত্রী সায়রা বানুকে নিয়ে অন্য জায়গায় থাকেন তিনি। করোনাকালে আপাতত বাড়িতেই স্বেচ্ছায় নিজেকে বন্দী করে রেখেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement