আমিও করোনায় আক্রান্ত: অভিষেক বচ্চন

বচ্চন পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন অভিষেক। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ০০:২০
Share:

অভিষেক।

শুধু অমিতাভই নন, করোনায় আক্রান্ত হলেন অভিষেক বচ্চনও। শনিবার রাতে টুইট করে নিজেই এ কথা জানান অভিষেক। তিনি লেখেন, "আজ সকালে আমার এবং বাবার কোভিড টেস্ট হয়। আমাদের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। রিপোর্টে আমাদের করোনা পজিটিভ এসেছে"।

Advertisement

অভিতাভ এবং অভিষেক করোনা আক্রান্ত হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে বচ্চন পরিবারের দুই 'বহু' জয়া বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের।

শনিবার সন্ধেবেলায় আচমকাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভকে। জেনারেল চেকআপ নাকি অন্য কারণ, উদ্বেগ বাড়ছিল অনুরাগীদের মধ্যে। অবশেষে রাত বাড়তে নিজেই টুইট করে করোনা পজিটিভ হওয়ার খবর জানান, অমিতাভ। কিছুক্ষণ পর অভিষেক জানান, তিনিও কোভিড পজিটিভ। আপাতত বাবা-ছেলের চিকিৎসা চলছে নানাবতীতে।

Advertisement

বচ্চন পরিবারের এই খবরে উদ্বেগে ভক্তরা।

অভিষেকের টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement