Comedian Bharti Singh

ভারতী সিংহ ও হর্ষের তরফে অভিনব উপহার পেলেন রেমো ডি'সুজা

দু'সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তারকা কোরিয়োগ্রাফার রেমো ডি'সুজা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:৩১
Share:

রেমো ডি’সুজা এবং ভারতী সিংহ

রেমো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় সপ্তাহ আগে। গোটা দেশ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। রেমোর অনুরাগী ও বন্ধুদের আনন্দের বহিঃপ্রকাশ এখনও চলছে। তাঁর সাম্প্রতিকতম পোস্টে মিলল তারই প্রমাণ।

Advertisement

দু'সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তারকা কোরিয়োগ্রাফার রেমো ডি'সুজা। ভয় পেয়ে গিয়েছিলেন রেমোর স্ত্রী লিজেল সহ তাঁর ভক্তরা। কিন্তু এক সপ্তাহের মধ্যেই অসুখকে জয় করে বাড়ি ফিরেছেন তিনি।

হাসপাতালে থাকাকালীনই ‘গেট ওয়েল সুন’ কার্ডে ভরে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়া ও ঘরদোর। তা হলে সুস্থ হওয়ার পর যে মানুষের ভালবাসার জোয়ার উঠবে, তা তো জানা কথা।

Advertisement

A post shared by Remo Dsouza (@remodsouza)

এ বারে অভিনব উপহার পাঠালেন তারকা কমেডিয়ান ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। ১৫টা গোলাপি রঙের গোলাপ ফুলের উপর রেমোর ছবি আঁকা। আর ৫টি লাল গোলাপে লেখা, ‘ওয়েলকাম ব্যাক’।

আরও পড়ুন: মৃত্যু নিয়ে কবিতা লিখলেন কঙ্গনা রানাউত

উপহারের ভিডিয়ো করে পোস্ট করলেন রেমো। ক্যাপশনে লিখলেন, ‘আই অ্যাম ব্যাক। ধন্যবাদ ভারতী ও হর্ষ। খুব ভালবাসি তোমাদের’।

আরও পড়ুন: কেন গড়ে উঠল না বাংলা হরর ছবির পরম্পরা? পরিচালকের অনীহা, নাকি দর্শকের না-পসন্দি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement