Churni Ganguly

Churni: তিন বোন বেঁধে বেঁধে থাকব, প্রথম মৃত্যুবার্ষিকীতে মাকে কথা দিলেন চূর্ণী

দুই বোনকে নিয়ে মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীর পুজোয় চূর্ণী। দূর আকাশের তারা হয়ে যাওয়া মাকে আশ্বস্তও করেছেন— তিন বোন আগের মতোই একাত্ম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৩:৩৮
Share:

মায়ের স্মৃতিতে বিবশ চূর্ণী।

তিথি অনুযায়ী মঙ্গলবার সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। মায়ের আত্মার শান্তিকামনায় পুজোয় বসেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সঙ্গে দুই বোন। কোশাকুশির গঙ্গাজল মা-কে নিবেদনের সময় তিন বোনের হাত পরস্পরকে ছুঁয়ে। সেই ছবি চূর্ণী ফেসবুকে দিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন, মা সুদীপ্তার কারণে তিনটি আলাদা হাত ছোটবেলার মতোই আবার যেন মিলেমিশে একাকার! একাত্ম হয়ে হারিয়ে যাওয়া মাকে স্মরণ করেছেন। প্রশ্নও করেছেন চূর্ণী, ‘‘আমরা তিন বোন এ ভাবে বেঁধে বেঁধে থাকলে মা বোধহয় বেশি খুশি হবেন?’’

Advertisement

গত এক বছর ধরে নাকি প্রায় প্রতি দিন অভিনেত্রী স্বপ্নে দেখেছেন তাঁর মাকে। স্বপ্নের সুদীপ্তা যুবতী। সেই রূপেই তিনি এসেছেন তাঁর মেয়ের কাছে। ঘুমে তাঁর নিত্য আনাগোনা কিছুটা হলেও কি মায়ের অভাব মিটিয়েছিল? অভিনেত্রীর কথায়, ‘‘এই ফাঁক ভরাট হওয়ার নয়। মাকে হারানোর আফসোস যাওয়ারও নয়। বেশি খারাপ লাগে, সুস্থ সবল একটি মানুষ হেঁটে হাসপাতালে ভর্তি হয়ে হঠাৎ ‘নেই'! আমরা শেষ বারের মতো ছুঁতেও পারিনি।’’

বাবা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই মায়ের কাজ সারেন তাঁদের তিন মেয়ে। চূ্র্ণীর বক্তব্য, তাঁর বাবা শয্যাশায়ী। প্রয়াত স্ত্রীর অভাব ভীষণ ভাবে অনুভব করছেন। তাঁর যন্ত্রণা ভাগ করে নেওয়ার কেউ নেই। পুজোর মন্ত্রোচ্চারণ করে মঙ্গলকামনার পাশাপাশি তাই তিন মেয়েই আশ্বস্ত করেছেন প্রয়াত মাকে, ‘‘এ ভাবেই আজীবন আমরা তিন বোন এক হয়ে তোমাকে স্মরণ করব। তুমি আমাদের মধ্যেই আছ। আমাদের সঙ্গে থেকে যাবে চিরকাল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement