Ananya Panday

‘তোমার অভিনয়ে আমি মুগ্ধ, কিন্তু...’, মেয়ে অনন্যার মধ্যে কী এমন খামতি দেখেছিলেন চাঙ্কি?

‘কল মি বে’ সিরিজ়ের জন্য প্রশংসা পেয়েছেন অনন্যা। মেয়েকে নিয়ে গর্বিত অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেও। কিন্তু একটি বিষয়ে অনন্যার আরও জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৯:৫৭
Share:

অনন্যার অভিনয় গিয়ে গর্বিত চাঙ্কি। ছবি: সংগৃহীত।

মন দিয়ে অভিনয় করতে চান অনন্যা পাণ্ডে। প্রায়ই অভিনয়ের জন্য ট্রোলড হন তিনি। কিন্তু কোনও ভাবেই হার মানতে রাজি নন অভিনেত্রী। নিজের লক্ষ্যে স্থির। অভিনয়ে নিজেকে আরও দক্ষ করতে উঠে পড়ে লেগেছেন। এর সঙ্গেই নিজের বাবার একটি পরামর্শকে গুরুত্ব দিয়ে দেখছেন অভিনেত্রী।

Advertisement

‘কল মি বে’ সিরিজ়ের জন্য প্রশংসা পেয়েছেন অনন্যা। মেয়েকে নিয়ে গর্বিত অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেও। কিন্তু একটি বিষয়ে অনন্যার আরও জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। কণ্ঠস্বর জোরালো করার বিষয়টি আরও ভাল করে দেখা উচিত বলে তাঁর মত। অনন্যা নিজেই তাঁর বাবাকে প্রশ্ন করেছিলেন, “অভিনয়ের কোন দিকে আমাদের জোর দেওয়া উচিত? তুমি বলেছিলেন কণ্ঠস্বরের দিকে আমার মন দেওয়া উচিত। কী মনে হয়, আগের থেকে আমি উন্নতি করেছি?”

উত্তরে চাঙ্কি বলেছিলেন, “আমার মনে হয়, কণ্ঠস্বরের তীক্ষ্ণতা কমানো উচিত তোমার। যত দিন এই তীক্ষ্ণতা থাকবে, আমি সতর্ক করব। আমারও অনেক খুঁত রয়েছে। প্রত্যেক অভিনেতারই কোনও না কোনও খুঁত থাকে। আসলে এই ভুলগুলো নিয়েই আমরা স্বতন্ত্র অভিনেতা হয়ে উঠি।”

Advertisement

প্রায়ই নিজের অভিনয় সম্পর্কে বাবার প্রতিক্রিয়া জানতে চান অনন্যা। এক বার অভিনেত্রীকে চাঙ্কি বলেছিলেন, “আমি মনে করি, তুমি অসাধারণ অভিনেতা। তোমার অভিনয় দিয়ে তুমি মুগ্ধ করেছ। বিশেষ করে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দেখে খুব ভাল লেগেছিল। আর এখন ‘কল মি বে’র মতো সাত-আট এপিসোডের সিরিজ়ে তোমার অভিনয় দেখলাম। বার বার দেখার মতো অভিনয় করেছ। একটা গোটা সিরিজ় নিজের কাঁধে বয়ে নিয়ে যাওয়া মোটেই সহজ নয়।” ‘কন্ট্রোল’ ছবিতেও অনন্যার অভিনয় প্রশংসিত হয়েছে। আগামীতেও তাঁর হাতে রয়েছে একাধিক কাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement