মাঝে আর মাত্র একটা দিন। তার পরই ক্রিসমাস। বড়দিন বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অলরেডি ইন। ফলে সেলিব্রেশন জমাটি হওয়া চাই।
সেলেবরাই বা বাদ যাবেন কেন? এই হুল্লোড়ে তাঁরাও রয়েছেন। দেব সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতে, কলকাতায় শুধু খ্রিস্টান কমিউনিটি নয়, ক্রিসমাস এখন সকলেরই উত্সব। অনিন্দিতা বসুর ছোটবেলা কেটেছে মুম্বইতে। ক্রিসমাসে সেখানকার অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। আর সৌরভ দাসের কাছে ক্রিসমাস কিছুটা নস্টালজিয়া বয়ে আনে। মনে পড়ে যায় তাঁর ছোটবেলার কথা।
ক্রিসমাসের প্ল্যান ইতিমধ্যেই নিশ্চয়ই করে ফেলেছেন। পার্টি হোক বা আউটিং— সেলিব্রেশনের মুড সর্বত্র। অনেকেই বছরের এই সময়টাতে লম্বা ছুটি কাটাতে যান। সেলেবদের মতো কেউ বা ছেলেবেলার হারিয়ে যাওয়া দিন খোঁজেন ক্রিসমাসে।