চৈতালী দাশগুপ্ত এবং রীতা কয়রাল। ছবি: ফেসবুকের সৌজন্যে।
১৯ নভেম্বর, রবিবার। প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। গতকাল সকালেই স্টুডিও পাড়ায় ছড়িয়ে পড়ে খবর। লিভার ক্যানসারে অসুস্থ শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেন অনেকেই। কিন্তু রীতার শেষকৃত্য নিয়ে প্রশ্ন তুললেন সঞ্চালিকা তথা অভিনেত্রী চৈতালী দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন, রীতার প্রয়াণে কথা বলতে পারছে না, কেঁদেই চলেছে ‘রাখি’
রবিবার ফেসবুকে চৈতালী লেখেন, ‘আজ শ্মশানে দাঁড়িয়ে খুব অবাক হলাম। মেয়েটা প্রায় চল্লিশ বছর যে ইন্ডাস্ট্রিকে তার শ্রম, তার অসামান্য প্রতিভা (হোক সে উপস্থাপনা বা অভিনয়) উজাড় করে দিল, তার শেষকৃত্যে আসার সময় হল না কারোর ! ?? আমাকে আর রাজাকে বাদ দিলে হাতে গোনা চার বা পাঁচ জন, তবে কি শিল্পীর এটাই পরিণতি? নাকি রোববারের ভাতঘুম এর জন্যে দায়ী?’
আরও পড়ুন, ‘রীতা আন্টি আর বন্ধন বলে ডাকবে না’
রীতার মৃতদেহের ছবি না পোস্ট করার জন্য অনুরোধ করেন চৈতালী। পাশাপাশি তাঁর দাবি, তিনি কোনও দিন ফেসবুকে কোনও ক্ষোভ প্রকাশ করেননি। কিন্তু রীতার ঘটনায় নিজেকে আর সামলাতে পারেননি। রীতা শেষ যাত্রায় আরও একটু ডিজার্ভ করতেন বলেই মনে করেন চৈতালী।