Priyanka Chopra

ঘোড়ায় আসছে প্রিয়ঙ্কার বারাত, উমেদ ভবনে মোবাইলে নিষেধ

পুত্রবধূকে বরণ করতে যোধপুরে উপস্থিত নিকের মা পল কেভিন জোনাস এবং বাবা ডেনিস মিলার জোনাস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৫:৫২
Share:

যোধপুর উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে প্রিয়ঙ্কা-নিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

দীপিকার ‘বারাত’ এসেছিল ক্রুজে। সেটা রণবীরের তরফে দীপিকাকে দেওয়া সারপ্রাইজ ‘বারাত’। এ বার নিক জোনাস তাঁর ‘লেডি’র জন্য শুদ্ধ দেশি বারাত আনছেন যোধপুরের উমেদ ভবনে। জানা গিয়েছে, ঘোড়ায় টানা গাড়ি করে আসবে বরযাত্রী। আগামী ৩ ডিসেম্বর এই দুই তারকার চার হাত এক হবে। সে দিনই প্রিয়াঙ্কার ‘ডোলি’ তুলতে ঘোড়ার গাড়িতে আসবেন নিক।

Advertisement

এ দিকে বৃহস্পতিবার সঙ্গীত, আর শুক্রবার মেহেন্দি। সে উপলক্ষে এখন থেকেই উমেদ ভবনে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। প্রিয়ঙ্কার তরফে স্পষ্ট নির্দেশ, মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ। কোনও ভাবেই যাতে উমেদ ভবনের ভিতরের ছবি ‘লিক’ না হয়, সেটা নিশ্চিত করতে মুচলেকা লেখানো হচ্ছে অতিথিদের।

এ সবের মধ্যেই পুত্রবধূকে বরণ করতে যোধপুরে উপস্থিত নিকের মা পল কেভিন জোনাস এবং বাবা ডেনিস মিলার জোনাস। আজ সঙ্গীত এবং কাল মেহেন্দি, এই দু’টি অনুষ্ঠানেই ভারতীয় পরিধানে দেখা যাবে জোনাস দম্পতিকে।

Advertisement

আরও পড়ুন: যোধপুর যাওয়ার আগে প্রিয়ঙ্কার বাড়ির পুজোয় ট্র্যাডিশনাল লুকে ধরা দিলেন নিক জোনাস ও পরিবার​

আরও পড়ুন: বিয়ের আগে খোশমেজাজে নৈশভোজে নিক-প্রিয়ঙ্কা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement