Nusrat Jahan

কোথায় হনিমুনে যাচ্ছেন নুসরত-নিখিল? জেনে নিন নায়িকার বিয়ের খুঁটিনাটি

আর মাত্র ৬ দিন। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নুসরত জাহান। নব নির্বাচিত সাংসদ নুসরত জাহানের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। ১৯ জুন ইস্তানবুলে প্রেমিক নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী। কী কী হতে চলেছে এই বিয়েতে? হনিমুনে কোথায় যেতে পারেন নবদম্পতি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জুন ২০১৯ ১২:৩৪
Share:
০১ ১৫

আর মাত্র ৬ দিন। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নুসরত জাহান। নব নির্বাচিত সাংসদ নুসরত জাহানের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। ১৯ জুন ইস্তানবুলে প্রেমিক নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী। কী কী হতে চলেছে এই বিয়েতে? হনিমুনে কোথায় যেতে পারেন নবদম্পতি?

০২ ১৫

তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরত জাহান এবং নিখিল জৈন। হবু বর-কনে সেখানে যাচ্ছেন ১৫ জুন রাতে। কী পরছেন নুসরত?

Advertisement
০৩ ১৫

বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লেহঙ্গা পরবেন টলিউড অভিনেত্রী। নিখিলও পরবেন সব্যসাচীর পোশাক।

০৪ ১৫

নুসরতের বাড়িতে গণেশ পুজো হওয়ার কথা আজ। বিয়ের আগে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে তুরস্কের বোদরুমে। ১৭ তারিখে ইয়ট পার্টি হওয়ার কথা।

০৫ ১৫

১৮ তারিখে হবে মেহেন্দি ও সঙ্গীত। বিয়ের দিন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানও রয়েছে।

০৬ ১৫

ফুল দিয়ে তৈরি ‘এনজে’ লোগো আপ্যায়নের জন্য থাকবে অতিথিদের ঘরগুলিতে।

০৭ ১৫

থিম অনুযায়ী বিয়ের নানা অনুষ্ঠানের পোশাক বেছেছেন নায়িকা। ইয়ট পার্টিতে থাকবে সামার ফাঙ্ক।

০৮ ১৫

নায়িকার মেহেন্দির থিম বোহেমিয়ান। সেখানেও মানানসই ডিজ়াইনার পোশাক পরার কথা নুসরতের।

০৯ ১৫

সঙ্গীতের জন্য ইন্দো-ওয়ের্স্টান পোশাক বেছেছেন নুসরত।

১০ ১৫

মনে করা হচ্ছে, বিয়ের দিন সকালে গায়ে হলুদে উজ্জ্বল হলুদ রঙের পোশাক পরতে চলেছেন নায়িকা।

১১ ১৫

বিয়ের পরে রিসেপশনের অনুষ্ঠান। রাতের পার্টিতে নায়িকা সম্ভবত আবার ফিরে যাবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে।

১২ ১৫

এতেই শেষ নয়, ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরত বেছেছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।

১৩ ১৫

বিয়ের দিন মেনুতে থাকছে স্থানীয় কুইজ়িন এবং ভারতীয় খাবার। শোনা যাচ্ছে, বিয়ের পরে ইউরোপের কোনও জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নব দম্পতি।

১৪ ১৫

২৫ জুন সংসদে নুসরতের প্রথম দিন। তারপরই রেজিস্ট্রি বিয়ে করার কথা তাঁদের।

১৫ ১৫

কলকাতায় ৪ জুলাই রিসেপশন হবে একটি পাঁচ তারা হোটেলে। সেখানে টলিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকের উপস্থিত থাকার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement