‘খলনায়ক’ সঞ্জুবাবার ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর।
বাবা সুনীল দত্ত শুটিংয়েই বেশি ব্যস্ত থাকতেন। তবে সঞ্জয় যে বাবার কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন তা-ও কিন্তু নয়। বাবা-ছেলের সেই সম্পর্ক ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করেছেন সুনীল দত্তের চরিত্রে অভিনয় করা পরেশ রাওয়াল।
সঞ্জয়ের জীবনে দাগ কেটেছিল মায়ের মৃত্যু। ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছিলেন নার্গিস।<br> নার্গিসের ভূমিকায় অভিনয় করেছেন মণীষা কৈরালা।
প্রথম ছবি ‘রকি’। সে ছবিতেই সঞ্জয়ের সহ-অভিনেত্রী ছিলেন টিনা মুনিম। তবে এখন তিনি টিনা অম্বানী।<br> শোনা যায়, সঞ্জয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন টিনা। সেই টিনা মুনিমের ভূমিকায় করছেন সোনম কপূর।
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয়ের রোমান্টিক এক অধ্যায় এ ছবিতে<br> ফুটে উঠবে। মাধুরীর চরিত্রে থাকছেন করিশ্মা তান্না।
২০০৮-এ সঞ্জয় বিয়ে করেন মান্যতাকে। মান্যতা এখন যমজ সন্তানের মা।<br> শোনা যাচ্ছে, সঞ্জয়ের স্ত্রী মান্যতার চরিত্রে থাকবেন দিয়া মির্জা।
১৯৯৩ সালে মুম্বই-মামলায় সঞ্জয়ের আইনজীবী ছিলেন সতীশ মানেশিন্দে। তাঁর চরিত্রে একটু বদল এনেছেন পরিচালক।<br> তবে ছবিতে তাঁর বদলে দেখানো হয়েছে এক মহিলা আইনজীবীকে। তাতে অভিনয় করছেন অনুষ্কা শর্মা।