সুশান্ত সিংহ রাজপুত-অমিত সাধ। — ফাইল চিত্র।
টেলিভিশনের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন অমিত সাধ। তাঁর প্রথম ধারাবাহিকের নাম ‘কিঁউ হোতা হ্যায় প্যার’। তার পর ‘কোহিনুর’ সিরিজ়, ‘বিগ বস’, ‘নাচ বলিয়ে’-র মতো রিয়্যালিটি শোয়ের মঞ্চ ঘুরে বড় পর্দায় পা। ২০১০ সালে ‘ফুঁক ২’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হলেও ২০১৩ সালে অভিষেক কপূরের ‘কাই পো চে’ ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন অমিত সাধ। তার পরে ‘সুলতান’, ‘আকিরা’, ‘সুপার ৩০’, ‘সরকার ৩’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও বেশ পরিচিত মুখ অমিত। ‘ব্রিদ’, ‘অবরোধ: দ্য সিজ উইদিন’-এর মতো সিরিজ়ে নিজের ছাপ রেখেছেন অভিনেতা। তবে মায়ানগরীতে এসে নিজের জমি শক্ত করতে কম কাঠখড় পোড়াতে হয়নি অমিতকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াই নিয়ে মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিত জানান, মাত্র ১৬ বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। বাড়িতে বাবা-মায়ের ভালবাসা পাননি কোনও দিন। তাই রাগ নাকের ডগায় থাকত তাঁর। এমনকি, রাগ আর অবসাদ থেকে বার চারেক নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিত। অমিত জানান, একটি বস্ত্রবিপণির বাইরে নিরাপত্তারক্ষীর চাকরি করে কর্মসংস্থান পর্যন্ত করতে হয়েছে তাঁকে। তার পর নীনা গুপ্ত প্রযোজিত ‘কিঁউ হোতা হ্যায় প্যার’ ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান তিনি। তার পর একে একে রিয়্যালিটি শো এবং শেষমেশ বড় পর্দায় আত্মপ্রকাশ।
২০১৩ সালে অভিষেক কপূর পরিচালিত ‘কাই পো চে’ ছবিতে সুশান্ত সিংহ রাজপুত ও রাজকুমার রাওয়ের সঙ্গে কাজ করেন তিনি। ওই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচকদের দ্বারাও। তার পরে আর ফিরে তাকাতে হয়নি অমিতকে। ‘ব্রিদ’ ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম শক্তিশালী অভিনেতা তিনি। ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তিত নন অমিত। তাঁর মতে, ‘‘আমি বহুমুখী অভিনেতা হিসাবে নিজেকে তৈরি করতে চাই। নতুন চ্যালেঞ্জ নিতে চাই। নতুন ধরনের কাজ করতে চাই। আশা করি, ভবিষ্যতে তেমন সুযোগও পাব।’’