বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা থেকে ‘বিরুষ্কা’। এর পর নিজেরাই ‘ব্র্যান্ড বিরুষ্কা’। দুই তারকার প্রেমের শুরু একটি শ্যাম্পুর ব্র্যান্ডের বিজ্ঞাপন শুট থেকেই। বিরাট ও অনুষ্কার বিয়ের পর ক্রিকেট এবং বলিউডের পাশাপাশি দেশের সাধারণ মানুষও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে কয়েকটি নামী-দামি ব্র্যান্ড, বিরুষ্কার বিয়েকে সেলিব্রেট করেছে একটু ‘হটকে’ স্টাইলে। গ্যালারির পাতায় বিরুষ্কার বিয়ের সেই ‘ব্র্যান্ড’ সেলিব্রেশন।
এটি ‘আমূল’-এর বিজ্ঞাপন। যে কোনও ট্রেন্ডিং টপিক নিয়ে বরাবরই বিজ্ঞাপন করে ‘আমূল’। বিরাট-অনুষ্কার বিয়ের পরদিন এ ভাবেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে দেশের এই ডেয়ারি সংস্থা। লেখা হয়েছে, ‘কোহালি সাজাকে রাখনা, মেহেন্দি লাগাকে রাখনা...’।
এটি আইসক্রিম ব্র্যান্ড ‘বাসকিন রবিন্স’-এর বিজ্ঞাপন। হ্যাশট্যাগ দিয়ে ‘বিরুষ্কা কি শাদি’ লিখে বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছে সংস্থা। পাশাপাশি, বিরাট ও অনুষ্কার বিয়ে হয়ে যাওয়ায় যাঁদের মন ভেঙেছে তাঁদের কথাও উল্লেখ করা হয়েছে। বাটি ভর্তি আইসক্রিমের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘সব হৃদয়ভাঙাদের জন্য’।
কিছুদিন আগে ‘মান্যবর’-এর বিজ্ঞাপনে এক সঙ্গে নজন কেড়েছিলেন বিরাট-অনুষ্কা। সেখানেও একটি বিয়ে বাড়িতে গিয়ে দু’জনের কথোপকথন দেখানো হয়েছিল। সেই থেকে তাঁদের বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জনও শুরু হয়েছিল দেশজুড়ে। সত্যি সত্যি বিরুষ্কার বিয়ের পর তাঁদের বিজ্ঞাপনের ছবি দিয়েই শুভেচ্ছা জানিয়েছে এই পোশাক প্রস্তুতকারী সংস্থা।
‘ফেভিকল’। এই ব্র্যান্ডের বিজ্ঞাপনের ট্যাগলাইন ‘সবচেয়ে মজবুত বন্ধন’। এই সংস্থাও বিরুষ্কার বিয়ের পর হ্যাশট্যাগ বিরুষ্কা কি শাদি লিখে শুভেচ্ছা জানিয়েছে নবদম্পতিকে। সঙ্গে লিখে দিয়েছে, ‘সারা জীবনের বন্ধন’।
‘ফেভিকল’-এর পাশাপাশি ‘ফেভি কুইক’-ও একটি বিজ্ঞাপন তৈরি করেছে। বর ও কনের ছবি দিয়ে লিখেছে, ‘রব নে ফিক্স করদি জোড়ি’।
‘ডিউরেক্স’ কন্ডোম কোম্পানিও বিরুষ্কাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি। বিজ্ঞাপনে লিখেছে, ‘শুভেচ্ছা বিরাট ও অনুষ্কা, তোমাদের মাঝে শুধু ডিউরেক্স ছাড়া আর কিচ্ছু না আসুক...’।
পোশাক প্রস্তুতকারী আরেকটি সংস্থা ‘রঙ্গ’-এর বিজ্ঞাপনে বিরাটের এই বাঁধভাঙা হাসির ছবি ব্যবহার করে শুভেচ্ছা জানানো হয়েছে।