গানে গানে বন্ড

স্পাই থ্রিলারের ‘মিউজিক্যালে রূপান্তর’ কেমন হয় বলা মুশকিল। কারণ, তেমন উদাহরণ মেলা দুর্লভ। সেই বিরলকেই সম্ভব করে তুলবেন বলে ভেবেছেন ‘জেমস বন্ড’-প্রযোজক হ্যারি সালৎজম্যানের মেয়ে মেরি সালৎজম্যান। ‘জেমস বন্ড: দ্য মিউজিক্যাল’ নামের এই স্টেজ শো-তে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক বন্ড-কাহিনিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:০০
Share:

স্পাই থ্রিলারের ‘মিউজিক্যালে রূপান্তর’ কেমন হয় বলা মুশকিল। কারণ, তেমন উদাহরণ মেলা দুর্লভ। সেই বিরলকেই সম্ভব করে তুলবেন বলে ভেবেছেন ‘জেমস বন্ড’-প্রযোজক হ্যারি সালৎজম্যানের মেয়ে মেরি সালৎজম্যান। ‘জেমস বন্ড: দ্য মিউজিক্যাল’ নামের এই স্টেজ শো-তে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক বন্ড-কাহিনিকে। এই কাহিনিতে থাকবেন এক ঝাঁক বন্ড-ভিলেন, যাঁদের মধ্যে কিছু পুরনো, কিছু আনকোরা। এর জন্য সঙ্গীতের পুরো দায়িত্ব নিয়েছেন জে হেনরি উইজ, কাহিনি রচনা করছেন ডেভ ক্লার্ক। ‘জেমস বন্ড: দ্য মিউজিক্যাল’ মঞ্চস্থ হতে পারে ২০১৭-এর শেষে অথবা ২০১৮-এর গোড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement