শাহরুখ খান: বলিউড বাদশার জনপ্রিয় ছবি ‘পহেলি’-তে একটি চরিত্রে অভিনয়ের জন্য এক পয়সা নেননি অমিতাভ বচ্চন। সেই সৌজন্যের খাতিরেই বিগ বি অভিনীত ‘ভুতনাথ’ এবং ‘ভুতনাথ রিটার্নস’ ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য কোনও চার্জই নেননি শাহরুখ।
সলমন খান: বলিউডের হাইয়েস্ট পেড অভিনেতাদের তালিকায় রয়েছে সলমনের নাম। প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে বন্ধুত্বের খাতিরেই বেশ কিছু ছবি একদম বিনা পয়সায় করে দিয়েছেন ভাইজান। ‘ওম শান্তি ওম’, ‘আজব প্রেম কি গজব কহানি’, ‘তিস মার খান’ ছবিগুলি তাদের মধ্যে অন্যতম।
করিনা কপূর খান: সলমন অভিনীত ‘দবং ২’ ছবিতে ‘ফেবিকল সে’ গানের সঙ্গে করিনার লাস্যময়ী নাচ মনে আছে? এই গেস্ট অ্যাপিয়েরেন্সের জন্য কিন্তু এক পয়সাও নেননি বেবো। শুধুমাত্র সলমনের অনুরোধেই ওই ‘আইটেম সং’ করতে রাজি হয়েছিলেন করিনা। ‘বিল্লু’ ছবির ‘মারজানি’ আইটেম সং-এও শাহরুখের সঙ্গে পা মিলিয়েছিলেন বেবো। এ ক্ষেত্রেও এক পয়সাও নেননি।
দীপিকা পাড়ুকোন: জানেন কি বলিউডে ডেবিউ ছবি ‘ওম শান্তি ওম’-এর জন্য এক পয়সাও নেননি দীপিকা! বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
শাহিদ কপূর: ব্লকবাস্টার ছবি ‘হায়দার’-এর জন্য এক পয়সাও নেননি শাহিদ। অথচ এই ছবিই শাহিদের কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায়।
সোনাক্ষী সিন্হা: সোনাক্ষীর বিপরীতে কো-স্টার হিসেবে কাকে পছন্দ আপনার? কেরিয়ারের শুরু থেকেই অক্ষয় কুমারের বিপরীতে ‘রাউডি রাঠৌর’ ‘জোকার’, ‘হলিডে’-সহ একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন সোনাক্ষী। ‘বস’ ছবিতে ‘হার কিসিকো নেহি মিলতা’ গানে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য এক পয়সাও নেননি সোনাক্ষী।
রানি মুখোপাধ্যায়: বি-টাউনে নাকি কর্ণ জোহারের ‘লাকি ম্যাসকট’ রানি। কর্ণের জন্যই ‘কভি খুশি কভি গম’ ছবিতে ‘নয়না’ চরিত্রটি বিনা পয়সায় করেছিলেন রানি।
প্রিয়ঙ্কা চোপড়া: বলিউড হোক বা হলিউড— দু’জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রিয়ঙ্কা। অভিনয় তো বটেই, মডেল হিসেবেও তিনি কমতি নন। শাহরুখের ‘বিল্লু’ ছবিতে একটি গানে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য এক পয়সাও নেননি ‘পিগি চপস’। শোনা যায়, তাঁকে চেক পাঠানো হলেও সেটা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।